বনগাঁ, 21 ডিসেম্বর : কুলিদের লাগেজ বহনের অনুমতির পাশাপাশি ট্রাকচালক ও খালাসিদের বাংলাদেশের বেনাপোলে যাওয়ার পরে আবার দেশে ফিরে আসতে দিতে হবে । এই জোড়া দাবিতে সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন পেট্রাপোল শ্রমিক-মালিক ট্রাক অ্যাসোসিয়েশন ও মুটে মজদুর ইউনিয়নের সদস্যরা ।
কর্মবিরতির ফলে বন্দরের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে । আন্দোলনকারীদের দাবি, লকডাউনের আগে যে সব শ্রমিক লাগেজ পরিবহনের কাজ করতেন, তাঁদের আবার কাজ করতে দিতে হবে। চালক ও খালাসিদের ট্রাক নিয়ে বেনাপোলে যাওয়ার পরে 24 ঘণ্টার মধ্যে পণ্য খালি করতে হবে । নয়ত তাঁদের ট্রাক বাংলাদেশে রেখে আবার দেশে ফেরার ব্যবস্থা করতে হবে ।
বন্দরের কর্মীরা জানিয়েছেন, পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করেন ৷ সেই যাত্রীদের লাগেজ-সহ একাধিক মালপত্র বহন করে জীবিকা নির্বাহ করে আসছেন শতাধিক মুটে মজদুর । ভারতীয় চালকরা ট্রাক নিয়ে বাংলাদেশে যাওয়ার পর ট্রাকগুলি খালি হতে বেশ কিছুদিন সময় লেগে যায় । ফলে, আগে তাঁরা বাংলাদেশে ট্রাক রেখে হেঁটে ভারতে ফিরে আসতেন। লকডাউনের পরে পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক হেয়েছে। কিন্তু মুটে মজুরদের আর বন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না । পাশাপাশি, বাংলাদেশে ট্রাক খালি না হওয়া পর্যন্ত ট্রাকচালকদের ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে আটকে থেকে সমস্যায় পড়ছেন চালক ও খালাসিরা।