পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Subhas Datta Win Elcetion: নির্বাচনে জয়ী গোবরডাঙার নির্দল প্রার্থী সুভাষ দত্ত - Independent Candidate Subhas Dutta

সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রথমে মনোনয়ন জমা দিয়েছিলেন গোবরডাঙার প্রাক্তন পৌর প্রধান সুভাষ দত্ত। (Gobardanga Independent Win)। কিন্তু দলের নির্দেশে প্রার্থী পদ তুলতে না-পারলেও নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন তিনি ৷ তবে বুধবার পৌর নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন তিনি ।

Subhas Datta Won The Elcetion
র্বাচনে জয়ী সুভাষ দত্ত

By

Published : Mar 2, 2022, 7:28 PM IST

গোবরডাঙা, 2 মার্চ:দলের নির্দেশে নির্দল প্রার্থী পদ প্রত্যাহার করতে না-পারলেও নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন গোবরডাঙার প্রাক্তন পৌরপ্রধান সুভাষ দত্ত । সাংবাদিক সম্মেলন করে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েও ছিলেন তিনি । কিন্তু বুধবার পৌর নির্বাচনের ফল ঘোষণার পরে দেখা গেল গোবরডাঙা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে জিতেছেন সুভাষ দত্ত । উত্তর 24 পরগণার গোবরডাঙা পৌরসভার দু'বারের তৃণমূলের পৌরপ্রধান ছিলেন তিনি । এবার 6 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হয়ে জয়ী হন গোবরডাঙার প্রাক্তন পৌরপ্রধান (Gobardanga Independent Win) ।

আরও পড়ুন:Bengal Civic Polls Result 2022 : রাস্তাজুড়ে সবুজ আবির, জিতেও দেখা নেই বিজেপি প্রার্থীদের

তৃণমূলের টিকিট না-পেয়ে 6 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে 9 ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন সুভাষ দত্ত ৷ এরপর তিনি বেশ কিছুদিন প্রচারও করেন । হঠাৎই তৃণমূলের পক্ষ থেকে তাঁকে প্রার্থী পদ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল । শুধু তাই নয়, এমনকী তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারের কথাও বলা হয় । দলের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বললেও মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ায়, মনোনয়ন প্রত্র প্রত্যাহার করতে পারেননি । তবে দলের নির্দেশ মতই এলাকায় হ্যান্ড বিল ছাপিয়ে এবং সাংবাদিক বৈঠক করে ওয়ার্ডের বাসিন্দাদের জানিয়েছিলেন, তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার কথা । তারপর থেকে নিজে প্রচার বন্ধ করে দেন । পরিবর্তে তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করেন ( Subhas Datta Won The Elcetion) তিনি।

নির্বাচনে জয়ী গোবরডাঙার নির্দল প্রার্থী সুভাষ দত্ত

বুধবার ভোটের ফল ঘোষণার পরেই চিত্রটা বদলে গিয়েছে । দেখা গিয়েছে, গোবরডাঙায় জয়ী হয়েছেন নির্দল প্রার্থী সুভাষ দত্ত । সুভাষ বাবু বলেন, "যেহেতু ইভিএমে আমার নামটা থেকে গিয়েছে । তাই এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে । যারা বলেছিল এক পরিবারের দু'জনকে প্রার্থী করা হবে না, আমার বয়স হয়েছে বলে আমাকে প্রার্থী করা হয়নি । মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে । আগামিদিনে দল যেভাবে বলবে আমি সেভাবেই চলব (Independent Candidate Subhas Dutta) ।"

প্রসঙ্গত, গোবরডাঙা পৌরসভার 17 টি ওয়ার্ডের মধ্যে 15 টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল, বামেরা পেয়েছে একটি ও নির্দল প্রার্থী হিসেবে একটিতে সুভাষ দত্ত জয়ী হয়েছেন । খাতা খুলতে পারেনি গেরুয়া শিবির।

ABOUT THE AUTHOR

...view details