500 কোটির কর ফাঁকির অভিযোগ ! মধ্যমগ্রাম, 21 ডিসেম্বর:বিপুল অঙ্কের কর ফাঁকি দেওয়ার অভিযোগ (Tax Evasion Allegations) উঠল এক চালকল মালিকের (Rice Mill Owner) বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম বাকিবুল রহমান ৷ বুধবার তাঁর মধ্যমগ্রামের (Madhyamgram) কোয়ার্টারে অভিযান চালান আয়কর বিভাগের (Income Tax Department) আধিকারিকরা ৷
এদিন সকাল থেকেই এই ব্যবসায়ীর কোয়ার্টারে ম্যারাথন তল্লাশি চালানো হয় ৷ আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, চালকল মালিক বাকিবুল রহমানের বিরুদ্ধে প্রায় 500 কোটি টাকা (500 Crore Rupees) কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ! সেই অভিযোগ খতিয়ে দেখতেই এদিনের এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে ৷ তল্লাশির পর বেশ কিছু নথি ও কাগজপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান আয়কর আধিকারিকরা ৷ তবে সেই সমস্ত নথিতে কী রয়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ৷ বিষয়টি নিয়ে মুখ খোলেননি আয়কর আধিকারিকরা ৷
আরও পড়ুন:হিন্দমোটরের একটি আবাসনে আয়কর হানা, চলল 30 ঘন্টা ম্যারাথন তল্লাশি
উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের শিশিরকুঞ্জের একটি আবাসনের তিনতলায় ফ্ল্যাট রয়েছে চালকল মালিক বাকিবুল রহমানের ৷ তবে, তিনি পরিবার নিয়ে সেখানে থাকেন না বলেই জানা গিয়েছে ৷ ফ্ল্যাটটি দেখাশোনা করেন বাকিবুলের শ্যালক এবং শ্যালিকা ৷
এদিন সকাল আটটা নাগাদ শিশিরকুঞ্জের এই কোয়ার্টারে পৌঁছে যান আয়কর আধিকারিকরা ৷ সেই দলে ছিলেন 10-12 জন ৷ সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরাও ৷ জানা গিয়েছে, আয়কর আধিকারিকরা বাকিবুলের ফ্ল্যাটে ঢুকে বিভিন্ন নথি এবং কাগজপত্র খতিয়ে দেখেন ৷ পরে সেগুলিরই কিছু বাজেয়াপ্ত করেন তাঁরা ৷ কথা বলেন ব্যবসায়ীর শ্যালক এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও ৷ বাজেয়াপ্ত করা নথিতে বেশকিছু গরমিল ধরা পড়েছে বলে দাবি সূত্রের ৷ এদিন প্রায় 10 ঘণ্টা বাকিবুলের ফ্ল্যাটে ছিলেন আয়কর আধিকারিকরা ৷ সন্ধে 6টা নাগাদ ফিরে যান তাঁরা ৷
এদিন আয়কর বিভাগের অভিযান চলাকালীন অভিযুক্ত বাকিবুল রহমান ওই কোয়ার্টারে ছিলেন না ৷ তাঁকে না পেয়ে তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তিকে ডেকে পাঠান সরকারি আধিকারিকরা ৷ ওই ব্যক্তি পেশায় গৃহশিক্ষককে ৷ বেশ কিছুক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে রাজি হননি ওই গৃহশিক্ষিক ৷ তিনি শুধু জানান, "আমাকে ডাকা হয়েছিল ৷ সেই কারণেই এখানে এসেছিলাম ৷ কী কারণে ডাকা হয়েছিল, তা তদন্তকারী সংস্থাই বলতে পারবে ৷"