জগদ্দল, 4 মে : " আমরা জনপ্রতিনিধি হয়ে যদি দলীয় কর্মীদের সুরক্ষা দিতে না পারি, তাহলে আমাদের সাময়িকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হতে পারে । হিংসা বন্ধ না হলে আমাদের রাজভবন বা রাষ্ট্রপতি ভবনের সামনে আমরণ অনশনে বসতে হবে" বিজেপি কর্মীদের উপর অত্যাচারের ঘটনায় বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷
জগদ্দলে বিজেপি কর্মীর মায়ের মৃত্যুতে গ্রেফতার 2 - জগদ্দলে বিজেপি কর্মীর মায়ের মৃত্যু
শোভারানি মণ্ডলের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ । ধৃতদের নাম জগবন্ধু ঘোষ, কৃষ্ণা দাস । এদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে বলে সূত্রের খবর ।
শোভারানি মণ্ডলের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ । ধৃতদের নাম জগবন্ধু ঘোষ, কৃষ্ণা দাস । এদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে বলে সূত্রের খবর ।
ভোটের ফল ঘোষণার পর থেকেই দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা ৷ রবিবার জগদ্দলে বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় দুষ্কৃতীদের মারে মৃত্যু হয় ওই কর্মীর মা শোভারানি মণ্ডলের ৷ এই হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূল ৷ আগামীকাল আক্রান্ত ওই দলীয় কর্মীর বাড়িতে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।
যদিও এই ঘটনা অস্বীকার করে নব নির্বাচিত তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । তবে বৃদ্ধার মৃত্যু হওয়াটা ঠিক নয় । আমি ওদের পরিবারের সঙ্গে আছি । অর্জুন সিং মিথ্যা প্রচার করছে ।
আরও পড়ুন :হায়দরাবাদের চিড়িয়াখানায় 8 সিংহের কোভিড !