বিধাননগর, 21 অগাস্ট: ডিজিটাল ইন্ডিয়ার ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে বনগাঁ থেকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ ধৃতের নাম রাজা মিত্র ৷ চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবক-যুবতিদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় রাজা ৷
বারুইপুরের এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে সাইবার পুলিশ জানতে পারে অনলাইন মারফত ব্যাঙ্ক থেকে টাকা সরিয়ে নিচ্ছে কোনও এক ব্যক্তি ৷ এরপরেই ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ৷ অবশেষে গতকাল বনগাঁ থেকে অভিযুক্ত রাজা মিত্রকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, স্নাতকোত্তর এই যুবক প্রতারণা চক্রের ফাঁদ পেতে 82 হাজার 415 জনের থেকে প্রায় 1 কোটি 9 লাখ 50 হাজার টাকা হাতিয়েছে । রাজার নয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে 81 লাখ 48 হাজার 222 টাকা ও অনেকগুলো পাসবুক বাজেয়াপ্ত করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ আজ রাজাকে বিধাননগর আদালতে তোলা হবে ৷ তাকে সাতদিনের পুলিশি হেপাজতে রাখার আবেদন জানানো হবে ৷ রাজার সঙ্গে আরও কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷