বামনগাছি, 5 জানুয়ারি : বামনগাছি গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের ৷ আজ দুপুরে বারাসত আদালতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় নির্যাতিতার প্রতিবেশীসহ স্থানীয়রা ৷
গণধর্ষণের ঘটনায় ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে খবর পেয়ে আগে থেকেই আদালত চত্বরে হাজির হয়েছিল কুলবেড়িয়ার বাসিন্দারা । প্রিজ়ন ভ্যানে ধৃতদের নিয়ে আসতে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয় ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা দিয়ে ধৃতদের ভিতরে নিয়ে যাওয়া হয় ৷
বিক্ষোভকারীদের একজন স্বপ্না মজুমদার বলেন, বর্ষবরণের রাতে ওই মহিলার উপর যেভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না । তিনি যাতে ন্যায়বিচার পান, সে জন্যই তাঁরা আদালত চত্বরে বিক্ষোভে সামিল হয়েছেন । দাবি, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক ৷ তিনি অভিযোগ করেন, ধৃতদের মধ্যে একজন বারাসত আদালতের এক আইনজীবীর ছেলে । ওই আইনজীবী প্রভাব খাটিয়ে ছেলের জামিনের চেষ্টা করছেন । বলেন, "এটা আমরা কোনও ভাবেই মেনে নেব না । "
বামনগাছি গণধর্ষণের ঘটনায় ধৃত রতন দাস, সৌগত সরকার ও মৃনাল বিশ্বাসকে ফের চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক । যদিও ঘটনার পাঁচদিন পরেও পলাতক দুই অভিযুক্তের হদিশ পায়নি পুলিশ । কেন এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করা গেল না, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা ৷