পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে BJP-তে যোগ 700 জনের - মহাত্মা গান্ধি জন্মজয়ন্তী

মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীতে বারাসত পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয় BJP-র তরফে । সেখানে দলীয় কর্মীদের পাশাপাশি রক্তদান করেন সাধারণ মানুষও । রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়সহ জেলা নেতৃত্ব। এরপরই CPIM,তৃণমূলসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 700 জন যোগদান করেন গেরুয়া শিবিরে ।

barasat news
barasat news

By

Published : Oct 2, 2020, 6:51 PM IST

বারাসত, 2 অক্টোবর : কোরোনা আবহেও দল বদলের হিড়িক অব্যাহত । গান্ধি জন্মজয়ন্তীতে বারাসতে বিভিন্ন দল থেকে প্রায় 700 জনের যোগদান গেরুয়া শিবিরে । এর মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন । দলত্যাগীদের হাতে BJP-র পতাকা তুলে দেন দলের বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় । হাজির ছিলেন বারাসত সাংগঠনিক জেলা সম্পাদক প্রতীক চট্টোপাধ্যায়, BJP নেতা চিকিৎসক সনাতন মুখোপাধ্যায়সহ আরও অনেকে ।

মহাত্মা গান্ধি জন্মজয়ন্তীতে বারাসত পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয় BJP-র তরফে । সেখানে দলীয় কর্মীদের পাশাপাশি রক্তদান করেন সাধারণ মানুষও । রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়সহ জেলা নেতৃত্ব। এরপরই CPI(M), তৃণমূলসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 700 জন যোগদান করেন গেরুয়া শিবিরে । তাঁদের হাতে BJP-র পতাকা তুলে দেওয়া হয় ।

দলত্যাগীদের কথায়, পুরানো দলে তাঁরা ঠিকমতো কাজ করতে পারছিলেন না । সেই কারণেই দল ছাড়তে বাধ্য হয়েছেন ।

BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, "প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল থেকে BJP-তে যোগ দেওয়ার হিড়িক বাড়ছে । এর কারণ একটাই । BJP-র মতো গণতান্ত্রিক দলে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন ও কর্মকাণ্ডে শরিক হতে চাইছেন তাঁরা । বারাসতেও যাঁরা যোগ দিয়েছেন তাঁরা এর থেকে ব্যতিক্রম নন ।" বিধানসভা ভোটের আগে এরকম যোগদান আরও হবে বলে দাবি করেছেন তিনি।

গান্ধীজির জন্মজয়ন্তীতে সকালে স্বচ্ছ ভারত কর্মসূচিতেও অংশ নেন জেলার BJP নেতারা । বারাসত শহরে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা যায় দলের জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় সহ BJP নেতা-কর্মীদের।

ABOUT THE AUTHOR

...view details