পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় বোমার আঘাতে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য বিজেপির - বোমাবাজি

গত শনিবার ভাটপাড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে ৷ সেই দিনের বোমাবাজিতে বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব মারা যান ৷ আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যায় বিজেপির প্রতিনিধি দল ৷

in-bhatpara-bomb-blast-case-bjp-delegation-at-their-dead-wokers-house
ভাটপাড়ায় বোমার আঘাতে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য বিজেপির

By

Published : Jun 9, 2021, 6:58 PM IST

ব্যারাকপুর, 9 জুন : ভাটপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের বাড়িতে বিজেপির প্রতিনিধি দল ৷ আজ ভাটপাড়ার বিধায়ক পবন সিং-সহ বিজেপির অন্যান্য নেতারা যান সেখানে ৷ পরিবারের হাতে তাঁরা 5 লাখ টাকার আর্থিক সাহায্য তুলে দেন ৷

প্রসঙ্গত, গত শনিবার ভাটপাড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় পুলিশকে লক্ষ্য করেও বোমাবাজি করা হয় বলে অভিযোগ ৷ সেই দিনের ঘটনায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব বোমার আঘাতে মারা যান ৷ তাঁর দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় ৷ আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যায় বিজেপির প্রতিনিধি দল ৷ ভাটপাড়ার বিধায়ক পবন সিং, বিজেপির রাজ্য সম্পাদক ফাল্গুনী পাত্র এবং ব্যারাকপুর জেলা সাংগঠনিক সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য মৃতের বাড়িতে যায় । বিজেপির তরফে পরিবারের হাতে পাঁচ লাখ টাকার একটি চেক মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ভাটপাড়ায় বোমাবাজি, মৃত বিজেপি কর্মী

এই ঘটনায় মূল অভিযুক্ত লালন সিং এবং চন্দন সিং-কে গ্রেফতারের দাবি জানিয়েছে মৃত জয়প্রকাশ যাদবের পরিবার ৷ মূল অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে প্রয়োজনে বিজেপি সবরকম পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন ৷ সেই সঙ্গে মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং ৷ তবে, জগদ্দলের বিধায়ক বিজেপি নেতৃত্বের আর্থিক সাহায্যকে লোক দেখানো বলে দাবি করেছেন ৷ তাঁর দাবি এই ঘটনায় কোনও রাজনীতির যোগ নেই ৷ ব্যারাকপুরের সাংসদ এবং তাঁর লোকজন বিষয়টি নিয়ে রাজনীতি করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details