আমডাঙা, 14 মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিল মালবোঝাই একটি গাড়ি । তারপর সোজা ডোবায় গিয়ে পড়ে । বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন গাড়ির চালক ও খালাসি । অন্যদিকে বিদ্যুতের খুঁটি 34 নম্বর জাতীয় সড়কের উপর ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয় । শুক্রবার উত্তর 24 পরগনার আমডাঙা বাজার সংলগ্ন এলাকার ঘটনা ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বারাসতের দিক থেকে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি কাপড়বোঝাই 407 গাড়ি আমডাঙার জাগুলিয়ার দিকে যাচ্ছিল । আমডাঙা বাজারের কাছে আসতেই চাকার বেয়ারিং খুলে যায় । তাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় । তারপর পাশের একটি ডোবায় গাড়িটি পড়ে যায় । ঘটনার পর ওই গাড়ির চালক ও খালাসি পালিয়ে যায় ।