বারাসত, 29 অগস্ট: দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের পর টনক নড়েছে পুলিশের। এবার তল্লাশি অভিযানে বেআইনি বাজির গোডাউনের হদিশ মিলল বারাসতে। উদ্ধার করা হল বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে একটি টিম হানা দেয় বারাসতের আরিফবাড়ি আক্রামপুর এলাকায় । সেখানে একটি বাড়ি ও দু'টি গোডাউন থেকে বাজেয়াপ্ত হয়েছে পেটি ভরতি নিষিদ্ধ শব্দবাজি। তবে, বেআইনি এই বাজি কারবারের সঙ্গে যুক্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশি অভিযানের আগেই কারবারিরা গা-ঢাকা দিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বাচ্চুদেবী মাহাতো বলেন, "দু'বছর ধরেই এই কারবার চলছে এখানে। আতঙ্কের মধ্যে থাকলেও ভয়ে কিছু বলতে পারিনি। এলাকার কেউ প্রতিবাদ করে না ৷ একা বলে কী হবে ৷ তবে প্রভাবশালী কেউ এর নেপথ্যে রয়েছেন কি না, বলতে পারব না ৷" স্থানীয় আবুল হোসেন বলেন, "অনেক দিন ধরেই দেখছি এখানে বাজি রাখা হয় ৷ কারা এই কাজ করেন বলতে পারব না ৷ তবে এখানে বিপুল পরিমাণে বাজি মজুত করে রাখা হয়েছে ৷ বিস্ফোরণ হলে আশেপাশের এলাকার সব শেষ হয়ে যাবে ৷"