পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agnimitra Paul: ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী তাঁর দলের সাংসদ-বিধায়কদের গ্রেফতার করে দেখাক: অগ্নিমিত্রা - বারাসতে অগ্নিমিত্রা পল

শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বুধবার বারাসতে এক রক্তদান শিবিরে যোগ দিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul slams Bengal Govt)।

Agnimitra Paul News
রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল

By

Published : Jul 6, 2022, 9:48 PM IST

বারাসত, 6 জুলাই: "ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী তাঁর দলের সাংসদ এবং বিধায়কদের গ্রেফতার করে দেখাক । তাহলেই বাংলার হিন্দুরা বুঝবে ওনার দম আছে ।" মা কালীর পোস্টার নিয়ে তৃণমূল সাংসদদের বিতর্কিত পোস্ট এবং বাংলার মনীষীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে শাসকদলের দুই বিধায়ক বিতর্কিত মন্তব্য করায় এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul slams Bengal Govt) ।

ডক্টর শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বুধবার বারাসতে এক রক্তদান শিবিরে যোগ দেন তিনি । সেখানেই দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রকে পাশে নিয়ে বিজেপির এই মহিলা বিধায়ক মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "নূপুর শর্মাকে গ্রেফতারের দাবিতে মুখ্যমন্ত্রী সোচ্চার হচ্ছেন । পুলিশকে দিয়ে আদালতে মামলা করছেন । তাহলে মুখ্যমন্ত্রী কেন তাঁর দলের সাংসদ ও বিধায়কদের গ্রেফতারের দাবিতে সরব হচ্ছেন না ? এই সমস্ত নেতা-নেত্রীদের বহিষ্কারও করতে দেখেনি আমরা । উলটে এদের পদোন্নতি হয়েছে ৷"

এরপরই তৃণমূল সাংসদ ও বিধায়কদের গ্রেফতারের দাবিতে সরব হয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন সব ধর্মকে সম্মান করা উচিত । আর ওনার দলের নেতা-নেত্রীরা বাংলার মনীষী এবং দেবদেবীদের নিয়ে আজগুবি ও কুকথা বলে অপমান করছেন তাঁদের । তাই মুখ্যমন্ত্রীর মুখে বড়বড় কথা মানায় না । দম থাকলে উনি এই সমস্ত সাংসদ ও বিধায়কদের গ্রেফতার করে দেখাক ৷"

আরও পড়ুন :Locket on Kaali Controversy: নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি উঠলে, মহুয়া নয় কেন? ‘কালী’ বিতর্কে প্রশ্ন লকেটের

প্রাথমিক শিক্ষক থেকে এসএসসি, এমনকী দমকলের নিয়োগ পদ্ধতিতে দুর্নীতি নিয়েও এদিন মুখ খুলেছেন অগ্নিমিত্রা পল । বিজেপি বিধায়িকার কথায়, "তৃণমূল কংগ্রেস দাবি করে তারা নাকি সর্বভারতীয় দল । অথচ আঞ্চলিক দল হওয়ার মতোও যোগ্যতা নেই এই দলের । এরা এসেছে শুধু টাকা কামাতে । এদের না আছে কোনও নীতি, না আছে কোনও আদর্শ । বাংলার মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করায় তৃণমূল দলটির আসল উদ্দেশ্য । যেখানে লক্ষ লক্ষ, কোটি কোটি চাকরি চুরি হল, সেখানে মুখ্যমন্ত্রী অনৈতিক উপায়ে চাকরি পাওয়া প্রার্থীদের উসকানি দিয়ে বলছেন বিজেপি বিধায়ক ও সাংসদদের বাড়ি ঘেরাও করতে । এটাই তো চলছে রাজ্যে । সব দুর্নীতির তদন্ত করছে সিবিআই । ধৈর্য্য ধরুন । দুর্নীতিগ্রস্তদের বিচার হবে । শাস্তি পাবে ৷"

এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃণমূলের তিন বিধায়কের লেটারহেডে সুপারিশ নিয়েও এদিন শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ।

ABOUT THE AUTHOR

...view details