বারাসত,15 মার্চ : BJP সন্ত্রাসবাদী দল হলে তাঁরা বন্দুক জোগাড় করতেন । রবিবার উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে এমন মন্তব্য করলেন BJP নেতা মুকুল রায়। সঙ্গে তিনি সংযোজন করলেন, আসন্ন পৌরভোটে তৃণমূল সন্ত্রাস করলেও তাঁরা পালটা সন্ত্রাস করবেন না। মানুষের উপরেই ভরসা রাখবেন।
রবিবার বারাসতের নবপল্লিতে BJP-র কর্মীসভা ছিল। সভায় প্রধান বক্তা ছিলেন মুকুল। সেখানে তিনি বলেন, যখন কোরোনা মহামারী তখন রাজ্য নির্বাচন কমিশন বৈঠক ডাকছে। ভোট কীভাবে হবে সেটাই আলোচ্য বিষয়। আমি ভোট পিছিয়ে দেওয়ার দাবি তুললেই তৃণমূল বলবে, BJP ভয়ে পালিয়ে যাচ্ছে। মানুষ বাঁচলে তবেই তো গণতন্ত্র বাঁচবে। কোরোনা মোকাবিলা নিয়ে রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। তারপরই রাজ্য সরকারের প্রশংসা করে মুকুল বলেন, কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারও বেশ কয়েকটা ভালো পদক্ষেপ নিয়েছে। স্কুল, কলেজ ছুটি দিয়েছে। সভা-সমিতি নিষিদ্ধ ঘোষণা করেছে। ক্রিকেট খেলা বন্ধ করেছে। " BJP-তে গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, "প্রত্যেকটি দলেই গোষ্ঠীকোন্দল আছে। এটা থাকে। এটা সাধারণ ব্যাপার।"