পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিরোধীরা কুকথা বললে তো আর রসগোল্লা ছুড়ব না : নির্মল ঘোষ - sweet

বিরোধীরা কুকথা বললে আমাদের দলের লোকেরা তো আর তাদের দিকে রসগোল্লা ছুড়বে না। তারাও জবাব দেবে।

নির্মল ঘোষ

By

Published : Mar 13, 2019, 4:44 AM IST

বারাসত, ১৩ মার্চ : "বিরোধীরা কুকথা বললে আমাদের দলের লোকেরা তো আর তাদের দিকে রসগোল্লা ছুড়বে না। তারাও জবাব দেবে।" গতকাল বারাসতে সর্বদলীয় বৈঠকের পর বললেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।

লোকসভা নির্বাচনের আগে জেলার সব রাজনৈতিক দলকে নিয়ে গতকাল বৈঠক করেন জেলাশাসক অন্তরা আচার্য। এই বৈঠকে নির্বাচনী আচরণবিধি থেকে মোবাইল অ্যাপ সহ প্রার্থীদের খরচের বিষয় নিয়েও সবিস্তারে আলোচনা হয়। এছাড়া বৈঠকে সব দলই নিজেদের সমস্যার কথা জেলাশাসককে জানিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে জেলাশাসকের কাছে আবেদনও জানিয়েছে তারা। এ বিষয়ে জেলাশাসকও তাদের আশ্বস্ত করেছেন বলে জানা গেছে।

নির্মল ঘোষ বলেন, "অভিযোগ জানানোর জন্য বিভিন্ন অ্যাপ তৈরি করা হয়েছে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী আসবে। আর তখন মিথ্যা অভিযোগের ভিত্তিতে যদি প্রশাসনকে ও রাজনৈতিক দলকে বিব্রত করে তাহলে নির্বাচন কমিশনের হয়ে যাঁরা কাজ করছেন তাঁরা যেন এগুলির ব্যবস্থা নেন। এছাড়া নির্বাচনে অনেকেই অনেক কথা বলবে। কিন্তু, শালীনতা ছাড়িয়ে যদি কোনও কথা ওঠে তাহলে এর বিরুদ্ধে সাময়িকভাবে ব্যবস্থা নিতে হবে কমিশনকেই। ব্যবস্থা যদি না নেয়, তাহলে কেউ তৃণমূলকে গালাগাল দিলে তৃণমূলও তার জবাব দেবে। তখন সেগুলি ভালো হবে না। কারণ কেউ দলের লোককে কুকথা বললে আমাদের লোকেরা সাধারণভাবেই তাদের দিকে রসগোল্লা ছুড়বে না।"

গতকালের বৈঠকে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা। এ প্রসঙ্গে তিনি বলেন, "সন্ত্রাস তো নেই। পশ্চিমবঙ্গের মতো শান্ত পরিবেশ ভারতের কোথাও আছে বলে আমার জানা নেই। বিরোধীরা মিথ্যা কথা বলছে। এখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।"

ABOUT THE AUTHOR

...view details