বসিরহাট, 21 ডিসেম্বর : ইছামতীর নদীবাঁধে ধস । বহু বাড়িঘর নদীগর্ভে । আতঙ্কে বসিরহাট আখারপুর গ্রামের বহু মানুষ । উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বসিরহাট-01 ব্লকের আখারপুর গ্রামে ইছামতী নদীবাঁধের দেড় মিটার দীর্ঘ বাঁধ ধসে নদীগর্ভে চলে গিয়েছে । বহু বাড়িঘর নদীগর্ভে চলে যাচ্ছে ৷ শতাধিক পরিবার ঘর ছেড়ে স্থানীয় স্কুল ঘরে আশ্রয় নিয়েছেন । সেচ দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধের ফাটল মেরামতের কাজ শুরু করেছে ।
ভয়াবহ নদীবাঁধের ধসে আতঙ্কগ্রস্ত আখারপুর গ্রামের মানুষ । বসিরহাটের এক নম্বর ব্লকের আখারপুরে ইছামতী নদীর প্রায় 150 ফুট নদীর বাঁধ ভেঙে গিয়েছে। ইতিমধ্যে বেশকিছু ঘর ও বিদ্যুতের খুঁটি নদীর জলে চলে গিয়েছে । আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা । কিছু পরিবারকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় স্কুলে ত্রাণশিবির খোলা হয়েছে । বেশ কিছু দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে ।