বারাসত, 9 অক্টোবর : অবসরকালীন সহায়তা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করতে হবে । এই দাবিতে বারাসত এক নম্বর BDO অফিসে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন BDO ।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এখন মাসিক সাম্মানিক পেয়ে থাকেন। অবসরের সময় কোনও আর্থিক সহায়তা এতদিন পেতেন না তাঁরা । সম্প্রতি অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরকালীন সহায়তা তিন লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । ফলে এবার থেকে 65 বছর বয়সে অবসর নেওয়ার সময় এই আর্থিক সহায়তা তাঁরা পাবেন রাজ্য সরকারের তরফে । কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও বারাসত এক নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা চাইছেন,তাঁদের অবসরকালীন সহায়তা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হোক । সেই সঙ্গে মাসিক সাম্মানিকও বাড়ানো হোক । মূলত এই দাবিতেই আজ দুপুরে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ব্যানারে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখান কর্মীরা । বিক্ষোভের পর দাবিদাওয়া নিয়ে ওই দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয় ।