পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অবসরকালীন সহায়তা বাড়ানোর দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের - Anganwadi workers protest demanding increase in retirement assistance

বারাসত এক নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা চাইছেন,তাঁদের অবসরকালীন সহায়তা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হোক । সেই সঙ্গে মাসিক সাম্মানিকও বাড়ানো হোক ।

barasat news

By

Published : Oct 9, 2020, 10:42 PM IST

বারাসত, 9 অক্টোবর : অবসরকালীন সহায়তা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করতে হবে । এই দাবিতে বারাসত এক নম্বর BDO অফিসে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন BDO ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এখন মাসিক সাম্মানিক পেয়ে থাকেন। অবসরের সময় কোনও আর্থিক সহায়তা এতদিন পেতেন না তাঁরা । সম্প্রতি অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরকালীন সহায়তা তিন লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । ফলে এবার থেকে 65 বছর বয়সে অবসর নেওয়ার সময় এই আর্থিক সহায়তা তাঁরা পাবেন রাজ্য সরকারের তরফে । কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও বারাসত এক নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা চাইছেন,তাঁদের অবসরকালীন সহায়তা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হোক । সেই সঙ্গে মাসিক সাম্মানিকও বাড়ানো হোক । মূলত এই দাবিতেই আজ দুপুরে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ব্যানারে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখান কর্মীরা । বিক্ষোভের পর দাবিদাওয়া নিয়ে ওই দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয় ।

এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী নীলিমা সেনগুপ্ত বলেন,"সংগঠনের তরফে 22 দফা দাবিতে আমরা স্মারকলিপি জমা দিয়েছি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে । তার মধ্যে অন্যতম অবসরকালীন সহায়তা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ করা হোক । মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন । তাই তাঁর কাছে আমরা কৃতজ্ঞ ।তবু আমরা চাইছি উনি আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়টি বিবেচনা করলে উপকার হয় আমাদের ।"

অঙ্গনওয়াড়ি কর্মী সোমা দে(চক্রবর্তী) বলেন, "বারাসত এক নম্বর ব্লকের অনেক ICDS সেন্টারের অবস্থা বেহাল । তার মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের । তা সত্ত্বেও আমরা সাম্মানিক সেভাবে পাই না । মাসিক সাম্মানিক বাড়ানো হোক । সেই সঙ্গে অকারণে অঙ্গনওয়াড়ি কর্মীদের ছাঁটাই করা চলবে না । দপ্তরের আধিকারিককে স্মারকলিপি জমা দিয়ে এই সমস্ত বিষয় জানিয়েছি আমরা । তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন আমাদের ।"

ABOUT THE AUTHOR

...view details