বারাসত, 13 নভেম্বর : প্রয়াত প্রাক্তন কাউন্সিলর প্রদ্যুত ভট্টাচার্যের স্মৃতিতে এক সভার আয়োজন হল বারাসতের হরিতলা মোড়ে ।সেই অনুষ্ঠানে উর্দি পরে মঞ্চে উঠে বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য বিতর্ক বাড়ালেন ।
বারাসতের হরিতলা কে বি বোস রোডে প্রয়াত প্রদ্যুত ভট্টাচার্যের স্মরণে এক সভার আয়োজন করেছিল তৃণমূল পরিচালিত হকার্স ইউনিয়ন । গত বছর বাঁকুড়ার দেশের বাড়ি থেকে ফেরার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বারাসতের দক্ষ প্রশাসক প্রদ্যুত ভট্টাচার্য ও তাঁর ভাইয়ের । তাঁর স্মৃতিতে আয়োজিত আজকের সভায় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার জেলা কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামী, জেলার তৃণমূলের মুখপত্র রথীন ঘোষ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা । অনুষ্ঠান মঞ্চ থেকে প্রদ্যুত ভট্টাচার্যের মাটির আবক্ষ মূর্তির উন্মোচন হয় ।
কিন্তু মঞ্চে কেন বারাসত থানার IC, তা নিয়ে বিতর্কের শেষ নেই । যদিও IC দাবি করেছেন, ওই অনুষ্ঠান অরাজনৈতিক । তবে রাজনৈতিক মহল বিষয়টি মোটেও ভালো ভাবে দেখছেন না । তাঁরা মনে করছেন এই ঘটনা নিন্দাজনক ।