জগদ্দল, 20 এপ্রিল : "যদি বীজপুরের কোচ ফ্যাক্টরিটা দু'বছরের মধ্যে তৈরি করে দেয় এবং বীজপুর কোটায় 30 শতাংশ ছেলেকে নেয় তাহলে BJP-তে যোগ দিতে পারি ।" আজ একথা বলেন বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায় । বেশ কয়েকদিন ধরে তাঁর BJP যোগ নিয়ে জল্পনা চলছে । মুকুল রায়ও বলেছেন, "সময়ের অপেক্ষা" । এর মাঝেই আজ BJP যোগ নিয়ে এই মন্তব্য করলেন মুকুল-পুত্র শুভ্রাংশু ।
বীজপুরের 30 শতাংশ বেকারকে চাকরি দিলে BJP-তে যাব : শুভ্রাংশু রায়
বীজপুরের কোচ ফ্যাক্টরি দু'বছরের মধ্যে তৈরি হলে এবং বীজপুর কোটায় 30 শতাংশ ছেলে চাকরি পেলে BJP-তে যোগ দেবেন বলে জানালেন বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায় ।
শুভ্রাংশু বলেন, "বীজপুরের কোচ ফ্যাক্টরিটা মানুষের আশা । দিদি শিলান্যাস করেছিলেন । কিন্তু অন্য সরকার এসে যাওয়ায় কাজটি থমকে গেছে। এটা যদি হয় তাহলে ভেবে দেখব ।" গতকাল কাঁচরাপাড়া ঘটক রোডে BJP নেতা মুকুল রায়ের বাড়ির সামনে হালিশহর পৌরসভার চার তৃণমূল কাউন্সিলরসহ মোট পাঁচজন এবং তাঁদের অনুগামী মিলিয়ে অন্ততপক্ষে এক হাজার কর্মী সমর্থক তৃণমূল থেকে BJP-তে যোগদান করেন। এই বিষয়ে শুভ্রাংশু বলেন, "মনে হয়েছে তাই গেছে। এই বিষয়ে আমাদের কিছু বলার নেই । যে কেউ কোনও দলে গেলে সাময়িক একটি প্রভাব পড়ে। তবে দলটি যেহেতু দিদির, তাই এর প্রভাব সুদূরপ্রসারী হবে না ।"
ভোটের সময় এইভাবে দলবদল, কী বলবেন? প্রশ্নের উত্তরে শুভ্রাংশু বলেন, "এটা তো রাজনীতি । দলবদল তো হবেই । রাজনীতিতে দা এন্ড বলে কিছু নেই । আজ এই দলে পরশু অন্য দলে । আমার মনে হয় না এর জন্য দলের কোনও ক্ষতি হবে ।" আপনাকে নিয়েও একটি জল্পনা চলছে । শুভ্রাংশু বলেন, "আমি বারবার মিডিয়ার কাছে সীতার অগ্নিপরীক্ষা দিয়ে যাচ্ছি। যে দলে ছিলাম আছি থাকব । আবারও বলছি তাই । একটি শর্তে BJP-তে যেতে পারি ।" কিন্তু আপনার বাবা মুকুল রায় বলছেন সময়ের অপেক্ষা, কী বলবেন? তিনি বলেন, "দেখুন আমার বাবা প্রাপ্তবয়স্ক । আমিও । যে যার সিদ্ধান্তের কথা বলছে । আমি আমার সিদ্ধান্তের কথা বলছি। একটাই কথা বললাম যে শর্ত মানবে সেখানে যাব।"