কাঁচরাপাড়া, ২ ফেব্রুয়ারি : বাবার ঠিক উলটো পথে হাঁটছেন। বাবা বারবার বলছেন, "মমতাই সবথেকে বড় গদ্দার।" আর ছেলে উলটো পথে হেঁটে বলছেন, "দিদির পাশে না থাকলে জনতা আমায় ক্ষমা করবে না।"
হাওয়াই চটি পরে অক্লান্ত পরিশ্রম করেন, দিদির পাশে আছি : মুকুলপুত্র - mukul roy
বাবার ঠিক উলটো পথে হাঁটছেন মুকুলপুত্র। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব তাঁকে মেনে নেবে তো ?
বাবা অর্থাৎ মুকুল রায়। ছেলে শুভ্রাংশু। অতীতে মুকুলবাবু ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। বর্তমানে তিনি BJP-র মুখ। ছেলে অবশ্য দল ছাড়েননি। শুভ্রাংশু ঘনিষ্ঠরা বলেন, "দাদা জেলার নেতাদের অত পছন্দের নয়। তাই, খুব একটা মিটিং, মিছিলে জায়গা পান না। তবে, দিদিকে ভালোবাসেন বলেই তৃণমূলে রয়ে গেছেন।"
এহেন শুভ্রাংশু গতকাল কাঁচরাপাড়ায় আরবান হেলথ মিশন প্রকল্পের সহায়তায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ছিলেন। সেখানেই তিনি বলেন, "আমি দেখছি একজন মহিলা সকাল থেকে রাত পর্যন্ত হাওয়াই চটি পরে, সাদা তাঁতের শাড়ি পরে মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের সুখে-দুঃখে উনি পাশে রয়েছেন। বিগত সরকারের তুলনায় শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সববিভাগেই বর্তমান সরকার এগিয়ে। কীভাবে মানুষের পাশে থাকা যায়, তা উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাঁর পাশে থেকে যদি না কাজ করি, তাহলে আমাকে কেউ ক্ষমা করবে না।"