আমডাঙা, 8 সেপ্টেম্বর: স্ত্রী'র পরকীয়া সম্পর্কের জেরে খুন হতে হল স্বামীকে (Husband Murder by Wife in Amdanga) ৷ অভিযোগ, খুনের সমস্ত পরিকল্পনায় করে স্ত্রী কাশ্মীরা। সেই পরিকল্পনা মতো বুধবার রাতে স্বামীকে খাবেরের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল সে। খাবার খেয়ে অচৈতন্য হয়ে পড়েন সাহারব। এরপর মাঝরাতে প্রেমিক আবুসামকে ডেকে নেয় কাশ্মীরা। অচৈতন্য অবস্থাতেই তাঁকে বাড়ির বারান্দায় এনে বালিশ চাপা দিয়ে খুন করা হয় (Extra Marital Affair)।
ঘটনার পর এদিন আমডাঙা থানায় (Amdanga Police) অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ সেই অভিযোগ নিতে গড়িমসি করে বলে দাবি মৃতের পরিবারের। যদিও, চাপে পড়ে পরিবারের অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী কাশ্মীরা বিবিকে গ্রেফতার করা হয়েছে। তবে, তার প্রেমিক আবুসাম মণ্ডল ঘটনার পর থেকেই পলাতক। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ।
আরও পড়ুন:দেড় লক্ষ টাকা, সোনার গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী ! থানায় অভিযোগ যুবকের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমডাঙার শশিপুর গ্রামে স্ত্রী, সন্তান নিয়ে বাস করতেন বছর পঞ্চাশের সাহারব। গ্রামেরই আবুসাম মণ্ডল নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে গড়ে ওঠে সাহারবের স্ত্রী কাশ্মীরার। বিষয়টি জানতে পারেন কাশ্মীরার স্বামী। তিনি স্ত্রীকে পরকীয়া সম্পর্ক থেকে সরে আসার কথাও বলেন। কিন্তু, তারপরও স্ত্রী সেই সম্পর্কে লিপ্ত থাকে বলে অভিযোগ। যা নিয়ে দাম্পত্য কলহ শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে। ইদানিং স্ত্রীর পরকীয়া নিয়ে পারিবারিক অশান্তি চরমে উঠেছিল।
শেষে পথের কাটা সরাতে স্বামীকে খুনের ছক কষে কাশ্মীরা ও তার প্রেমিক আবুসাম। অভিযোগ, খুনের সমস্ত পরিকল্পনায় করে আবুসামের 'প্রেমিকা' কাশ্মীরা। সেই পরিকল্পনা মতো বুধবার রাতে স্বামীকে খাবেরের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল কাশ্মীরা। সেই খাবার খেয়ে অচৈতন্য হয়ে পড়েন সাহারব। এরপর মাঝরাতে প্রেমিক আবুসামকে ডেকে নেয় কাশ্মীরা।
স্ত্রীর পরকীয়ার জেরে খুন স্বামী অচৈতন্য অবস্থাতেই তাকে বাড়ির বারান্দায় এনে বালিশ চাপা দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় ঘরের ভিতরেই ছেলে, মেয়েদের নিয়ে শুয়ে থাকার ভান করেন খুনের মাস্টারমাইন্ড কাশ্মীরা। স্বামীকে খুন করার পরই প্রেমিককে সেখান থেকে পালাতে সহযোগিতাও করে সে। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে সাহারবের নিথর দেহ বাড়ির বারান্দায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। কাশ্মীরা খুনের বিষয়টি অস্বীকার করে। উলটে, বিষয়টি ধামাচাপা দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যুর ঘটনাটি সামনে আনার চেষ্টা করে কাশ্মীরা। যদিও, শেষরক্ষা হয়নি। পুলিশ তদন্তে নামতেই উঠে আসে আসল ঘটনাটি। পুলিশি জেরায় খুনের কথা মেনে নেয় নিহতের স্ত্রী। অন্যদিকে, শুক্রবার ধৃত কাশ্মীরাকে নিজেদের হেফাজতে নিতে পুলিশের তরফে তাকে পেশ করা হবে বারাসত আদালতে।
আরও পড়ুন:পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমপর্ণ