পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়ে-জামাইয়ের বাড়িতে গিয়ে স্ত্রীকে খুন, পলাতক অভিযুক্ত - স্ত্রীকে খুন

Bongaon Murder Case: সাংসারিক অশান্তির জেরে মেয়ের বাড়ি গিয়েছিলেন বছর 42-এর পূর্ণিমা মণ্ডল ৷ সেখানে গিয়ে তাঁকে তাঁর স্বামী বিশ্বজিৎ মণ্ডল খুন করেন বলে অভিযোগ ৷ শুক্রবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার বনগাঁ কালোপুর খড়ের মাঠ এলাকায় ঘটনাটি ঘটে ৷ মৃতার মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Bongaon Murder Case
Bongaon Murder Case

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 5:04 PM IST

Updated : Jan 13, 2024, 6:56 PM IST

মেয়ে-জামাইয়ের বাড়িতে গিয়ে স্ত্রীকে খুন, পলাতক অভিযুক্ত

বনগাঁ, 13 জানুয়ারি: মেয়ে-জামাইয়ের বাড়িতে এসে স্ত্রীকে ছুরি দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । ঘটনার পর থেকে পালাতক অভিযুক্ত । মৃতার নাম পূর্ণিমা মণ্ডল । বয়স 42 বছর । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার বনগাঁ কালোপুর খড়ের মাঠ এলাকায় । সাংসারিক অশান্তির কারণে খুন বলে দাবি পরিবারের ।

নিহত পূর্ণিমা মণ্ডল৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, চড়ুইগাছির বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে নবদ্বীপের পূর্ণিমার বিয়ে হয়েছিল । অভিযোগ, জুয়া ও মদের নেশায় আসক্ত ছিল বিশ্বজিৎ । ঠিক মতো কাজকর্ম করতেন না তিনি । সংসার চালাতে লোকের বাড়িতে কাজ করতেন পূর্ণিমা । যাঁকে কেন্দ্র করে বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত । মদ্যপ অবস্থায় পূর্ণিমাকে মারধর করতেন বিশ্বজিৎ ।

শোকার্ত পরিবার

পরিবারের দাবি, স্বামীর অত্যাচার সহ্য করেও দিনরাত পরিশ্রম করে দুই মেয়েকে বড় করেছেন পূর্ণিমা । বড় মেয়েকে বিয়েও দিয়েছেন । সম্প্রতি বিশ্বজিতের সঙ্গে পূর্ণিমার অশান্তি চরমে পৌঁছয় ৷ তাই তিনি বিবাহবিচ্ছেদের পরিকল্পনাও করেছিলেন ৷ ইতিমধ্যে ওই দম্পতির মধ্যে ফের অশান্তি হয় ৷ তাই বৃহস্পতিবার সকালে পূর্ণিমা বনগাঁ কালোপুর খড়ের মাঠ এলাকায় তাঁর বড় মেয়ের বাড়িতে চলে আসেন ।

শোকার্ত পরিবার

অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় সেখানে বিশ্বজিৎ তাঁর এক প্রতিবেশীকে নিয়ে আসেন । এবং পূর্ণিমাকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করেন । তখন পূর্ণিমা তাঁকে জানান তিনি আর বিশ্বজিতের সঙ্গে সংসার করবেন না । এর পরই ওই দম্পতির মধ্যে ফের অশান্তি শুরু হয় ৷ তখন বিশ্বজিৎ পূর্ণিমাকে ছুরি দিয়ে একাধিকবার এলোপাথারি ভাবে কুপিয়ে পালিয়ে যান ।

তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্বজিতের সঙ্গে আসা সদানন্দ মণ্ডল । তাঁর চিৎকারে পূর্ণিমার বড় মেয়ে এসে দেখেন মা বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন । তড়িঘড়ি পূর্ণিমাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । বাবার শাস্তির দাবি জানিয়ে শুক্রবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন পূর্ণিমার মেয়ে মৌ মণ্ডল । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন:

  1. ঘোলায় দুষ্কৃতী তাণ্ডব, তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেঁতলে খুন!
  2. বসিরহাটের পর আমডাঙায় চলল গুলি! বরাত জোরে প্রাণে বাঁচলেন জমি ব্যবসায়ী
  3. পানীয় জল নিয়ে বিবাদ, ভাটপাড়ায় দাদার হাতে খুন ভাই
Last Updated : Jan 13, 2024, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details