পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঠাকুরবাড়িতে আটকে রয়েছেন শতাধিক মতুয়া ভক্ত - ঠাকুরনগর

রবিবার থেকে মতুয়া মেলায় যোগ দিয়ে কামনা সাগরে স্নান করার উদ্দেশ্য নিয়ে দিন কয়েক আগে মহারাষ্ট্র, বিহার, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি থেকে কয়েকটি দল ঠাকুর বাড়িতে এসেছিল৷ রবিবার দেশজুড়ে জনতা কারফিউয়ের পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ হাওয়ায় ঠাকুরবাড়িতে আটকে পড়েছেন শ'দুয়েক মানুষ।

Thakurbari matuya
আটকে রয়েছেন শতাধিক মতুয়া ভক্ত

By

Published : Mar 24, 2020, 4:03 AM IST

Updated : Mar 24, 2020, 7:41 AM IST


ঠাকুরনগর,24 মার্চ : মতুয়া মেলা উপলক্ষে ভিনরাজ্য থেকে ঠাকুর বাড়িতে এসে আটকে পড়ল শতাধিক ভক্ত। মেলা শুরু হওয়ার দিন দুয়েক আগে ঠাকুরবাড়িতে এসেছিলেন তাঁরা। কোরোনা আতঙ্কে মেলা বন্ধর ঘোষণার পর কী করে ফিরবেন তাঁরা ভেবে পাচ্ছেন না। ট্রেন, বাস বা অন্যান্য যানবাহন সব বন্ধ। ঠাকুরবাড়ির অতিথিশালায় রয়েছেন তাঁরা।

মতুয়া ভক্ত


রবিবার থেকে মতুয়া মেলায় যোগ দিয়ে কামনা সাগরে স্নান করার উদ্দেশ্য নিয়ে দিন কয়েক আগে মহারাষ্ট্র, বিহার, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি থেকে কয়েকটি দল ঠাকুর বাড়িতে এসেছিল৷ রবিবার দেশজুড়ে জনতা কারফিউয়ের পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ হাওয়ায় ঠাকুরবাড়িতে আটকে পড়েছেন শ'দুয়েক মানুষ। ঠাকুরবাড়িতে খাওয়া-দাওয়া সেরে ঘরের মধ্যেই দিনযাপন করছেন তাঁরা। দ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন এই ভক্তরা ।

উত্তর দিনাজপুর থেকে এসেছেন মতুয়া ভক্ত কমলকান্তি বিশ্বাস। তিনি বলেন, 'আমরা গত বৃহস্পতিবার রওনা দিয়েছি। তখন মেলা বন্ধের কথা ঘোষণা হয়নি। এখানে এসে তা জানলাম। এখন ফিরতেও পারছি না। তাই ঠাকুরবাড়িতেই রয়েছি।' সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর বলেন, 'দূর থেকে কয়েকটি দল না বুঝে চলে এসেছে। কোনও যানবাহন চলছে না। তাই, তাঁরা ফিরে যেতেও পারছেন না। ঠাকুরবাড়িতেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের জন্য কোরোনা নিয়ে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।'


Last Updated : Mar 24, 2020, 7:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details