অশোকনগর, 27 মে : একে ঘূর্ণিঝড়ে রক্ষা নেই দোসর টর্নেডো ৷ ঘূর্ণিঝড় যশ দাপট দেখিয়েছে রাজ্যের পূর্ব মেদিনীপুর সহ একাধিক এলাকায় ৷ তবে আজ সকালে উত্তর 24 পরগনার অশোকনগরের তিনটি গ্রাম টর্নেডোর সাক্ষী থাকল ৷ 3 থেকে 4 মিনিটের টর্নেডোতে ক্ষতিগ্রস্ত 3টি গ্রামের শতাধিক বাড়ি ৷
বৃহস্পতিবার সকালে ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর থানার গুমা খ্রিষ্টান পাড়া, কালিকাপুর ও সোনলক্ষ্মী এলাকায় এই টর্নেডো হানা দেয় ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাঁরা কালো মেঘের মতো কিছু একটা ঘুরপাক খেতে দেখতে পান । কিছু বুঝে উঠার আগেই তিনটি গ্রামের বহু ঘর-বাড়ি তছনছ হয়ে যায় । ঘটনায় দু’জন আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে । স্থানীয়রা জানিয়েছেন, দুই থেকে তিন মিনিটেই পুরো ঘটনাটি ঘটে ।