পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যপালকে অপমান সংবিধানকে অপমানের সমান : মুকুল - BJP

রাজ্য সরকার-রাজ্যপাল সংঘাত ইশুতে প্রথম থেকেই রাজ্যপালকে সমর্থন করেছে বঙ্গ BJP ৷ সন্দেশখালির ঘটনা নিয়েও জগদীপ ধনকড়ের পাশে দাঁড়াল তারা ৷ রাজ্য সরকারের সমালোচনা করলেন BJP নেতা মুকুল রায় ও নেত্রী ভারতী ঘোষ ৷

মুকুল রায়

By

Published : Oct 23, 2019, 9:19 AM IST

Updated : Oct 23, 2019, 10:38 AM IST

বিধাননগর, 23 অক্টোবর : রাজ্যপাল বনাম রাজ্য সরকার ৷ সংঘাত ক্রমশ বেড়েই চলেছে ৷ গতকাল সন্দেশখালিতে রাজ্যপালের প্রশাসনিক বৈঠকে জেলাশাসকসহ অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত না থাকায় সংঘাত আরও বেড়েছে ৷ সন্দেশখালির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল নিজেও ৷ রাজ্য সরকার-রাজ্যপাল সংঘাত ইশুতে প্রথম থেকেই রাজ্যপালকে সমর্থন করেছে বঙ্গ BJP ৷ সন্দেশখালির ঘটনা নিয়েও জগদীপ ধনকড়ের পাশে দাঁড়াল তারা ৷ রাজ্য সরকারের সমালোচনা করলেন BJP নেতা মুকুল রায় ও নেত্রী ভারতী ঘোষ ৷

কলকাতা থেকে হায়দরাবাদ যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "রাজ্যপালকে অপমান সংবিধানকে অপমান করার সমান ৷ রাজ্যপালের সঙ্গে যে দুর্ব্যবহার চলছে তা সংবিধানের উপর আক্রমণ ৷ রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ তাঁর সঙ্গে রাজ্য সরকার যে ব্যবহার করেছে, তাঁকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তা সংবিধানকে অপমান করার সমান ৷ এরাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই ৷ এটাই আর একটা উদাহরণ ৷"

দিল্লি থেকে ফিরে BJP নেত্রী ভারতী ঘোষ এবিষয়ে তাঁর মতামত জানান ৷ বলেন, "সংবিধান ভেঙে দিয়ে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছেন মমতা ৷ রাজ্যে সমস্ত আইনের কাঠামো ভেঙে পড়েছে ৷ মানুষ এখম বিধানসভা নির্বাচনের অপেক্ষা করছে ৷ নির্বাচন এলে তৃণমূল বলে কিছু থাকবে না ৷ জিয়াগঞ্জ, সুটিয়া, বসিরহাট ও সন্দেশখালি সর্বত্র অরাজকতা চলছে ৷"

দেখুন ভিডিয়ো

আবার রাজ্যপাল বনাম রাজ্যের সংঘাত প্রসঙ্গে রাজ্য সরকারের পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তন CPI(M) নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "সংবাদমাধ্যমে দেখেছি রাজ্যপাল প্রশাসনিক আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি বৈঠক করতে চান ৷ কিন্তু প্রশাসনের কর্তারা রাজ্যপালকে জানিয়েছেন, যেহেতু মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছেন, তাই তাঁরা রাজ্যপালের মিটিংয়ে থাকতে পারেননি ৷ রাজ্য চালাবার দায়িত্ব মানুষের দ্বারা নির্বাচিত সরকারের ৷ রাজ্যপালকে মানুষ নির্বাচিত করেনি ৷"

Last Updated : Oct 23, 2019, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details