ভাটপাড়া, 13 জুলাই : ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি । একাধিক এলাকায় বোমাবাজি হয়েছে । আজ রাত আটটা থেকে ভাটপাড়া মোড়, ছয় নম্বর সাইডিং, 5 নম্বর গলিতে বোমাবাজি শুরু হয় । জখম হন 10 জন । তাঁদের প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতাল এবং পরে সেখান থেকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
রাতে ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি, গ্রেপ্তার 1 - N24 Parganas
ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি । ঘটনাস্থানে আসে বিশাল পুলিশ বাহিনী । ছয় নম্বর সাইডিং থেকে মহম্মদ শাহজাদা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মহম্মদ শাহজাদা
খবর পেয়ে ঘটনাস্থানে আসে বিশাল পুলিশ বাহিনী । ছয় নম্বর সাইডিং থেকে মহম্মদ শাহজাদা নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বোমাবাজির পরই এলাকা সুনসান । অন্ধকারের মধ্যে আতঙ্কে কাটাচ্ছেন স্থানীয়রা । দোকানপাট বন্ধ । বোমাবাজির কারণ কী তা বুঝতে পারছেন না স্থানীয়রা ।
Last Updated : Jul 13, 2019, 11:44 PM IST