শাসন, 11 এপ্রিল : লকডাউন অমান্য করায় এক কিশোরকে লাঠিপেটার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । ঘটনায় হাত দিয়ে রক্ত বেরোয় ওই যুবকের । নাম মহম্মদ সুজাউদ্দিন । বয়স 17 । শাসনের চক আমিনপুরের ঘটনা । যদিও লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ।
গতকাল লকডাউন অমান্য করে শাসনের চক আমিনপুরে একটি মাচায় আড্ডা দিচ্ছিলেন গ্রামের কয়েকজন । সেখানে উপস্থিত ছিল মহম্মদ সুজাউদ্দিন । খবর পেয়ে সেখানে পৌঁছায় শাসন থানার পুলিশ । অভিযোগ, পুলিশ এলোপাথাড়ি লাঠি চালাতে থাকে । অন্যরা পালাতে পারলেও আটকে যায় সুজাউদ্দিন । পুলিশের লাঠির ঘায়ে জখম হয় সে। হাত দিয়ে রক্ত বেরোতে থাকে । তখন তাকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।
জখম ওই কিশোর বলে, "লকডাউনে বাড়ির বাইরে বেরোনো যে নিষেধ সেটা ভালোভাবে বোঝাতে পারতেন পুলিশকর্মীরা । কিন্তু তা না করে আচমকাই এসে লাঠিপেটা করতে শুরু করলেন । হাতে মারাত্মক আঘাত লেগেছে । যদি এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকত তাহলে তো পরীক্ষা দেওয়াটাও মুশকিল হয়ে যেত । তখন কি আমার দায়িত্ব নিত পুলিশ প্রশাসন ?"
লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে শাসন থানার পুলিশ । তারা জানায়, লকডাউনের মধ্যে বার বার মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে । প্রচার ও সচেতনও করা হচ্ছে এবিষয়ে । কিন্তু তারপরও বেআক্কেলের মতো কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে । আড্ডাও দিচ্ছে । তাদের সঙ্গে কোনওরকম গা জোয়ারি করা হচ্ছে না । ভালোভাবেই বোঝানো হচ্ছে । চক আমিনপুরের আড্ডাবাজদেরও ভালোভাবে বোঝানো হয়েছে বাড়িতে চলে যাওয়ার জন্য । কিন্তু উলটে তারাই পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে । তখনই পুলিশ লাঠি ওঠাতেই ওই ছাত্র মাচার পাশের একটি পুকুরে লাফ দেয় । সেখানেই বাঁশের কঞ্চিতে কোনওভাবে আহত হয়ে থাকতে পারে । এর থেকে বেশি আর কিছু হয়নি ।"