পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 9, 2022, 6:26 PM IST

ETV Bharat / state

Bangoan Murder Case : গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

বনগাঁর শক্তিগড় নরোত্তমপল্লি এলাকায় শ্বাসরোধ করে গৃহবধূকে খুন ( Bangoan Murder Case) ৷ মৃত গৃহবধূর নাম প্রিয়া সেন ৷ অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷

Bangoan Murder Case
বনগাঁর শক্তিগড় নরত্তম পল্লী এলাকায় খুন হওয়াকে ঘিরে উত্তেজনা

বনগাঁ, 9 এপ্রিল: হাত পা বেঁধে শ্বাসরোধ করে গৃহবধূকে খুন ৷ ঘটনাটি ঘটে বনগাঁর শক্তিগড় নরোত্তমপল্লি এলাকায়( Bangoan Murder Case) ৷ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম প্রিয়া সেন (22) ৷ অভিযোগ তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ স্বামী পেশায় আইনজীবী নাম রথীন সেন। সে বনগাঁ আদালতের আইনজীবী। তিন বছর আগে রথীনের সঙ্গে বিয়ে হয় প্রিয়ার। তাঁদের একটি দুই বছরের কন্যাসন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে মাঝে মধ্যেই প্রিয়াকে মারধর করত তাঁর স্বামী, শাশুড়ি ও দেওর। মাঝে মধ্যেই স্থানীয়রা তাঁর চিকিৎকারও শুনতে পেতেন। শুক্রবার রাতে প্রিয়ার বাচ্চার কান্না শুনে স্থানীয় গিয়ে দেখেন প্রিয়াকে ভ্যানে তুলছে রথীন এবং তার বাবা। প্রিয়ার পরিবার ও স্থানীয়দের দাবি, প্রিয়াকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে খুন করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা ৷ এমনই অভিযোগ তুলে রাতে স্থানীয়রা রথীনকে মারধর শুরু করে। মারধরে রথীনের মাথা ফেঁটে যায়। ক্ষুব্ধ বাসিন্দারা রথীনের বাড়িতেও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে রথীন এবং তাঁর মা ও ভাইকে উদ্ধার করে। প্রিয়ার মা মমতা বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ ৷ যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত আইনজীবী রথীন।

হাত পা বেঁধে শ্বাসরোধ করে গৃহবধূকে খুনে উত্তেজনা এলাকোয়

আরও পড়ুন :প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, আত্মসমর্পণ অভিযুক্তের

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে বনগাঁ থানায় বিক্ষোভ করেন স্থানীয় ও প্রিয়ার পরিবারের সদস্যরা । ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার কথা জানতে পেরে ফের বনগাঁ আদালতের সমনে জমায়েত করেন বিক্ষোভকারীরা ৷ অভিযুক্তদের গাড়ি দেখে জুতো হাতে বিক্ষোভ দেখান তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details