পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

House Wife Death : বধূ হত্যায় অভিযুক্ত বিএসএফে কর্মরত স্বামী-সহ চার, গ্রেফতার শ্বশুর, শাশুড়ি - বিএসএফ

গৃহবধূকে খুনের অভিযোগ ৷ গ্রেফতার শ্বশুর, শাশুড়ি ৷ পলাতক মৃতার স্বামী ও দেওর ৷ মৃতার স্বামী বিএসএফে কর্মরত ৷ উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর আনন্দপাড়া এলাকার ঘটনা ৷

house wife murder allegation, police arrested in laws in Gaighata
House Wife Death : বধূ হত্যায় অভিযুক্ত বিএসএফ-এ কর্মরত স্বামী-সহ চার, গ্রেফতার শ্বশুর, শাশুড়ি

By

Published : Aug 26, 2021, 3:53 PM IST

গাইঘাটা, 26 অগস্ট : দাবি মতো টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক বিএসএফ কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷ মৃতার পরিবারের সদস্যদের দাবি, তাঁদের মেয়েকে খুন করে করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ মৃত গৃহবধূর নাম সুলেখা ঘোষ (26) ৷ মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর আনন্দপাড়া এলাকার ঘটনা ৷ মৃতার বাবা মেয়ের স্বামী, শ্বশুর-শাশুড়ি-সহ চারজনের বিরুদ্ধে গাইঘাটা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন ৷ তারই ভিত্তিতে শ্বশুর কণক ঘোষ ও শাশুড়ি অঞ্জলি ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃতার স্বামী অয়ন ঘোষ ও দেওর অর্ঘ ঘোষ পলাতক।

আরও পড়ুন :Murder : তুফানগঞ্জে দেওরের হাতে বৌদি খুন

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার আনন্দপাড়ার বাসিন্দা অয়ন ঘোষ বিএসএফে কর্মরত ৷ বছর তিনেক আগে তাঁর সঙ্গে বাগদা মালিপোতা গ্রামের সুলেখা ঘোষের বিয়ে হয় ৷ অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই অয়ন সুলেখাকে মারধোর করতে শুরু করে ৷ এছাড়া, তাঁর পরিবারের বাকি সদস্যরাও সুলেখার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত বলে দাবি সূত্রের ৷

সুলেখার পরিবারের সদস্যদের দাবি, প্রায়ই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাঁর উপর চাপ দিত শ্বশুরবাড়ির সদস্যরা ৷ অত্যাচার সহ্য না করতে পেরে সম্প্রতি বাপের বাড়ি এসে ওঠেন সুলেখা ৷ কিন্তু, গত রবিবার দুই পরিবারের মধ্যস্থতায় সুলেখাকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এরপর গত মঙ্গলবার সুলেখাকে বারবার ফোন করেও কোনও সাড়া না পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে আসেন সুলেখার বাবা আনন্দ ঘোষ ৷ সেখানেই মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি ৷ পরে আনন্দ বলেন, ‘‘মেয়ে অত্যাচারের কথা আমাদের বলত ৷ অত্যাচার বন্ধের জন্য আমরা সাধ্য মতো টাকা দিতাম ৷ মেয়ের দেহে আঘাতের চিহ্ন রয়েছে ৷ আমার মেয়েকে ওরা খুন করে ঝুলিয়ে দিয়েছে ৷’’

ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি মৃতার পরিবারের সদস্যদের ৷

আরও পড়ুন :Murder : মায়ের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় মামাকে খুন, ধৃত যুবক

মঙ্গলবার রাতেই চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন সুলেখার বাবা ৷ গাইঘাটা থানার পুলিশ শিমুলপুরের বাড়ি থেকেই সুলেখার শ্বশুর, শাশুড়িকে গ্রেফতার করে ৷ বুধবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

ABOUT THE AUTHOR

...view details