পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"জওয়ানদের নিয়ে কীসের এত বাড়াবাড়ি", যুবতির বাড়ি ভাঙচুর - police

পুলওয়ামার ঘটনার পর সোশাল সাইটে সেনা জওয়ানদের নিয়ে পোস্ট করায় যুবতির বাড়ি ভাঙচুর করল স্থানীয়রা।

যুবতির বাড়ি ভাঙচুর

By

Published : Feb 16, 2019, 5:36 PM IST

বিরাটি, ১৬ ফেব্রুয়ারি : পুলওয়ামার ঘটনার পর সোশাল সাইটে সেনা জওয়ানদের নিয়ে একটি পোস্ট করেছিলেন বিরাটির দেবীনগরের এক যুবতি। পোস্টটি নিয়ে ওঠে বিতর্কের ঝড়। পুলিশ এই ঘটনায় যুক্ত সন্দেহে যুবতির এক বন্ধুকে আটকও করে। এরপরই যুবতির বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা।

১৪ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার), পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণে শহিদ হন ৪৫ জন জওয়ান। গতকাল জঙ্গি হামলা নিয়ে সোশাল সাইটে বিতর্কিত পোস্ট করেন বিরাটির দেবীনগরের তপতী রায়চৌধুরী (নাম পরিবর্তিত)। সোশাল সাইটে তিনি লেখেন, "যদি ভারতীয় সেনা জওয়ানদের বদলে পাকিস্তানের সেনা জওয়ানরা এভাবে মরত, তাহলে কোথায় থাকত মানুষের প্রতি তোমাদের এত প্রেম ? দেশপ্রেম যে আছে, নেতাজির জন্মদিন না আসলে তা জানতেই পারতাম না। সেনা জওয়ানরা শহিদ না হলে হয়ত জানতই পারতাম না তোমাদের মধ্যে এত দেশপ্রেম আছে। আমি বুঝি না সেনা জওয়ানদের নিয়ে কীসের এত মাতামাতি।"

এই পোস্টের পরই সোশাল সাইটে বিতর্কের ঝড় ওঠে। পোস্টটি লালবাজারের গোচরে আসলে তারা নিমতা থানাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। গতরাতে যুবতির বাড়িতে যায় পুলিশ। কিন্তু, যুবতি পলাতক থাকায় তাঁকে ধরতে পারা যায়নি। তবে পোস্টটিকে সমর্থন জানানোর অভিযোগে নিলয় বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি যুবতির বন্ধু বলে জানা গেছে।

এদিকে, পুলিশ চলে যাওয়ার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। যুবতির বাড়ি ভাঙচুরও করা হয়। এলাকায় উত্তেজনা রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details