বিরাটি, ১৬ ফেব্রুয়ারি : পুলওয়ামার ঘটনার পর সোশাল সাইটে সেনা জওয়ানদের নিয়ে একটি পোস্ট করেছিলেন বিরাটির দেবীনগরের এক যুবতি। পোস্টটি নিয়ে ওঠে বিতর্কের ঝড়। পুলিশ এই ঘটনায় যুক্ত সন্দেহে যুবতির এক বন্ধুকে আটকও করে। এরপরই যুবতির বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা।
১৪ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার), পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণে শহিদ হন ৪৫ জন জওয়ান। গতকাল জঙ্গি হামলা নিয়ে সোশাল সাইটে বিতর্কিত পোস্ট করেন বিরাটির দেবীনগরের তপতী রায়চৌধুরী (নাম পরিবর্তিত)। সোশাল সাইটে তিনি লেখেন, "যদি ভারতীয় সেনা জওয়ানদের বদলে পাকিস্তানের সেনা জওয়ানরা এভাবে মরত, তাহলে কোথায় থাকত মানুষের প্রতি তোমাদের এত প্রেম ? দেশপ্রেম যে আছে, নেতাজির জন্মদিন না আসলে তা জানতেই পারতাম না। সেনা জওয়ানরা শহিদ না হলে হয়ত জানতই পারতাম না তোমাদের মধ্যে এত দেশপ্রেম আছে। আমি বুঝি না সেনা জওয়ানদের নিয়ে কীসের এত মাতামাতি।"