পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেগঙ্গায় আগুনে ভস্মীভূত বাড়ি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা - দেগঙ্গা

ইসমাইলের অভিযোগ,"মেয়েকে শ্বশুরবাড়িতে যেতে না দেওয়ায় মাঝেমধ্যেই আমাকে ও পরিবারের অন্যদের হুমকি দিত জামাই। আতঙ্কে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র থাকতে শুরু করি। বাড়িতে কেউ থাকত না ।"

A house Incinerated in deganga
দেগঙ্গায় ফাঁকা বাড়িতে আগুন ধরাল দুষ্কৃতীরা

By

Published : Oct 28, 2020, 7:35 PM IST

দেগঙ্গা, 28 অক্টোবর : পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে একটি বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা । মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুর ঝিকরা-2 নম্বর পঞ্চায়েতের চটকাবেড়িয়া গ্রামে । অগ্নিসংযোগের জেরে বাড়ির আসবাবপত্র সহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গৃহকর্তা ইসমাইল শেখের। ঘটনায় বুধবার দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

হাদিপুর ঝিকরা-2 নম্বর পঞ্চায়েতের চটকাবেড়িয়ার শেখ পাড়ায় বাড়ি ইসমাইল শেখের। তাঁর বাড়িতে একটি সেলাইয়ের কারখানা রয়েছে ।বছর পাঁচেক আগে তাঁর মেয়েকে ভুল বুঝিয়ে শাহ আলম শেখ নামে স্থানীয় এক যুবক নিকাহ করেছিল বলে অভিযোগ। বিয়ের পর থেকে মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ ইসমাইলের। অশান্তির কারণে সম্প্রতি ইসমাইল মেয়েকে নিজের কাছে নিয়ে আসেন। ইসমাইলের অভিযোগ,"মেয়েকে শ্বশুর বাড়িতে যেতে না দেওয়ায় মাঝেমধ্যেই আমাকে ও পরিবারের অন্যদের হুমকি দিত জামাই।আতঙ্কে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র থাকতে শুরু করি। বাড়িতে কেউ থাকত না ।"

মঙ্গলবার রাতে প্রতিবেশীদের কাছ থেকে তিনি খবর পান, কেউ বা কারা তাঁর বাড়িতে আগুন দিয়েছে। তিনি গিয়ে দেখেন, গোটা বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। ইসমাইলের দাবি, "ছ'টি সেলাই মেশিন, নতুন ফ্রিজ, টিভি, দেড় লাখ টাকার শাড়ি ও আসবাবপত্র সব পুড়ে নষ্ট হয়ে গেছে। ঘরের বাকি জিনিসপত্রের কিছু অবশিষ্ট নেই ।" সবমিলিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি । ঘটনায় জামাই যুক্ত থাকতে পারেন বলে দেগঙ্গা থানার পুলিশকে তিনি জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details