পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষা বন্ধের দাবিতে রাস্তা অবরোধ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের - করোনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধের দাবিতে পথ অবরোধ করল পরীক্ষার্থীরা ৷ ঘটনাটি ঘটেছে বাগদা থানা এলাকায় ৷ যদিও এই অবরোধ তুলে দেন সেখানকার স্থানীয় মানুষ ৷

করোনা ও উচ্চ মাধ্যমিক
করোনা ও উচ্চ মাধ্যমিক

By

Published : Jun 7, 2021, 3:43 PM IST

বাগদা , 7 জুন : উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধের দাবিতে পথ অবরোধ ৷ ঘটনাটি ঘটেছে বাগদা থানা এলাকায় ৷ পরীক্ষার্থী রাস্তায় সবুজসাথীর সাইকেল ও বাঁশ ফেলে প্রতিবাদ জানায় ৷ যদিও এই অবরোধকে তুলে দেন সেখানকার স্থানীয় মানুষজন ৷

সোমবার সকালে হেলেঞ্চা দত্তফুলিয়া সড়ক অবরোধ করে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা ৷ তাদের দাবি, করোনা আবহে পরীক্ষা বাতিল করা হোক ৷ এপ্রসঙ্গে এক ছাত্রী বলে, "আমরা পরীক্ষা বাতিল করার জন্য দাবি করেছি ৷ কারণ করোনা আবহে আমরা ভাল করে অনলাইন ক্লাস করতে পারিনি ও প্রাইভেট টিউশন পড়তে যেতে পারিনি ৷ তাই আমরা এই পরীক্ষা বাতিল চাইছি ৷"

বাগদায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পথ অবরোধ

আরও পড়ুন :মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে সরকারি সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ

অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, "অবরোধ করে কি হবে? করোনার জন্য সবই বন্ধ ৷ যদি পরীক্ষা না হয় তবে এক বছরের জন্য সবকিছু পিছিয়ে যাবে ৷ সেকারণে পরীক্ষা হওয়া উচিত ৷ এমনকি দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে অনলাইনে পড়াশুনা করার জন্য ৷"

এখন করোনার গ্রাফ নিম্নমুখী ৷ স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারত ৷ সংক্রমণ কমেছে পশ্চিমবঙ্গেও ৷ এমতাবস্থায় পরীক্ষা বন্ধের দাবি কতখানি প্রাসঙ্গিক তাই এখন বিচার্য বিষয় ৷

ABOUT THE AUTHOR

...view details