বারাসত, 4 এপ্রিল : কোথাও চাল-আলু, কোথাও সবজি তুলে দেওয়া হচ্ছে দুস্থদের হাতে । লকডাউনের সময় কেউ যাতে অনাহারে না থাকে তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি ত্রাণ বিলি করছে। কিন্তু ত্রাণে আস্ত মুরগি বিলি করে দুস্থদের সাহায্য এই প্রথম । গতকাল বারাসতে দুস্থদের হাতে চাল-ডালের সঙ্গে একটা করে গোটা মুরগি তুলে দেওয়া হয় ।
ত্রাণে চাল-ডালের সঙ্গে বিলি গোটা মুরগি - লকডাউন
কোরোনা প্রতিরোধে শরীরে প্রতিরোধক ক্ষমতা বেশি হওয়া দরকার । তাই বারাসতে ত্রাণে বিলি করা হল গোটা মুরগি ।
চিকিৎসকরা বলছেন, কোরোনার বিরুদ্ধে লড়তে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে । তার জন্য প্রোটিনযুক্ত খাবার খাওয়া জরুরি । কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে এখন প্রোটিনের কথা ভাবা স্পর্ধার থেকে কিছু কম নয় । কারণ এই লকডাউনের বাজারে ত্রাণের মাধ্যমে তাদের দু'বেলা দুমুঠো ভাত জুটছে এই অনেক । এই পরিস্থিতিতে দুস্থদের সুস্থতার কথা ভেবে বারাসতে ত্রাণে আস্ত মুরগি বিলি করা হল । বারাসতের নপাড়ার দাস পরিবারের উদ্যোগে এই ব্যবস্থা করা হয় । মুরগির সঙ্গে ত্রাণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু, তেল, নুন সবই দেওয়া হয়েছে ।
গতকাল বারাসতের 33 নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক পরিবারের হাতে স্বাস্থ্য নির্দেশিকা মেনে ত্রাণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সঙ্গে একটা করে মুরগি দেওয়া হয় । দাস পরিবারের সদস্য তুহিন দাস জানান, এই সময় তাঁদের বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষ্যে লোকজনকে খাওয়ানো হয় । কিন্তু এবার তা বন্ধ রাখা হয়েছে । সেই টাকাতেই পাড়ার লোকেদের পুষ্টিকর খাবার দেওয়া হল ।