পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Situation Worsen : ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন মমতা, উত্তর 24 পরগনার পরিস্থিতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব - North 24 Parganas Dengue News

বর্ষা আসতেই রাজ্যে ফের ডেঙ্গির হানা ৷ এমতাবস্থায় উত্তর 24 পরগনার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ‍্যের স্বাস্থ্য সচিব উচ্চপর্যায়ের বৈঠক করলেন ৷ অন্যদিকে, বর্ধমানে মৃত তিন রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়লেও তাঁরা অন্য শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
ডেঙ্গি

By

Published : Aug 2, 2023, 7:14 AM IST

Updated : Aug 2, 2023, 7:26 AM IST

উত্তর 24 পরগনায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন স্বাস্থ্য় সচিব নারায়ণ স্বরূপ নিগম

বারাসত, 2 অগস্ট: ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরই উত্তর 24 পরগনার অবস্থা জানতে এবং সমস্যার সমাধান খুঁজতে উদ্যোগী হলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ৷ মঙ্গলবার বারাসতে জেলাশাসকের দফতরে গিয়ে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব ৷ রুদ্ধদ্বার এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বারাসত সদরের মহকুমাশাসক সোমা সাউ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত-সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা। ছিলেন বিভিন্ন পৌরসভার আধিকারিকরাও ।

সূত্রের খবর, ডেঙ্গি প্রতিরোধে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ কীভাবে কাজ করছে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে ৷ পাশাপাশি ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসা কীভাবে চলছে এবং পরিস্থিতি মোকাবিলায় কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাও খতিয়ে দেখেছেন স্বাস্থ্য সচিব থেকে শুরু করে বাকিরা । পাশাপাশি বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: উত্তর 24 পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 600 ছুইছুই ! চিন্তায় স্বাস্থ্য দফতর

স্বাস্থ্য সচিবের বৈঠকে জেলার ব্লকগুলিতে ডেঙ্গি পরিস্থিতির খুঁটিনাটি নিয়েও বিশদে আলোচনা হয়েছে ৷ ডেঙ্গি আক্রান্তের চিকিৎসার সুবিধার্থে আমডাঙা গ্রামীণ হাসপাতালে অ্যালাইজা মেশিন বসানো হবে বলে ঠিক হয়েছে। এর ফলে দ্রুত ডেঙ্গি শনাক্তকরণের প্রয়োজনী রক্ত পরীক্ষা করা যাবে ৷ এছাড়া কয়েকটি হাসপাতালে খুব শীঘ্রই সেল্ফ কাউন্টার মেশিনও চালু হতে চলছে ৷ পরে জেলার প্রতিটি হাসপাতালেই অ্যালাইজা মেশিন বসানোর ভাবনা রয়েছে স্বাস্থ্য ভবনের ৷

ডেঙ্গিতে মৃত্যু কিংবা আক্রান্তের নিরিখে উপরের দিকে রয়েছে নদিয়া এবং উত্তর 24 পরগনা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‍্যায় নিজেই বিধানসভায় দাঁড়িয়ে এই দু'টি জেলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ বাংলাদেশ থেকে এরাজ্যে ডেঙ্গি ঢুকছে বলেও আশঙ্কার কথা শুনিয়ে ছিলেন তিনি ৷

আরও পড়ুন: ডেঙ্গি-ম্যালেরিয়ার মাঝে আতঙ্ক এবার করোনা ! বর্ধমানে মৃত 2

প্রশাসন সূত্রে খবর, উত্তর 24 পরগনার আমডাঙা ব্লক ও বসিরহাট মহকুমায় ডেঙ্গির প্রকোপ ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ এই দু'জায়গায় ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় তিনশো ৷ তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৷ তবে গ্রামাঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ এতে দুশ্চিন্তায় স্বাস্থ্য ভবন ৷ তাই অবস্থা হাতের বাইরে যাওয়ার আগেই উদ্যোগী হলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷

এদিকে, এই সপ্তাহে প্রথম দু'টি দিনে পূর্ব বর্ধমানে তিন রোগীর কোভিড সংক্রমণ ধরা পড়েছিল ৷ ওই তিন রোগীরই মৃত্যু হয়েছে ৷ এ প্রসঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "তিন জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁদের মধ্যে একজনের কিডনি কাজ করছিল না ৷ বাকি দু'জনের এনকেফেলাইসি হয়েছিল ৷"

Last Updated : Aug 2, 2023, 7:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details