পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangaon Teacher Assult : স্কুলের মধ্যে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, বনগাঁয় গ্রেফতার প্রধান শিক্ষক - Headmaster Arrested in bangaon

শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত অক্ষয় কুমার বিশ্বাস নামে বনগাঁর একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (Headmaster Arrested in bangaon ) ৷ বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ।

Banga Rape attempt Arrest
বনগাঁয় ধৃত প্রধান শিক্ষক

By

Published : Apr 21, 2022, 8:50 PM IST

বনগাঁ, 21 এপ্রিল : বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণ, শ্লীলতাহানির মতো একাধিক ঘটনা সামনে এসেছে ৷ তার মধ্যে নবতম সংযোজন, বনগাঁয় স্কুল শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা ৷ আর এই অপরাধে পুলিশের জালে ধরা পড়লেন খোদ স্কুলের প্রধান শিক্ষক ৷ ঘটনাটি বনগাঁ থানার কালুপুর এলাকার একটি প্রাইমারি স্কুলের ৷ ধৃত প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাস । বাড়ি বনগাঁ শহরের কলেজ পাড়া এলাকায় ৷

অভিযোগ, কয়েক মাস আগে প্রধান শিক্ষক স্কুলের এক শিক্ষিকাকে নিজের ঘরে ডেকে ধর্ষণের চেষ্টার করেন ৷ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত অক্ষয় কুমার । বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই শিক্ষিকা ধর্ষণের চেষ্টা, হুমকি ও আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন । এই ঘটনার পর শিক্ষিকা বদলি নিয়ে গাইঘাটার একটি স্কুলে চলে যান । সেই স্কুলে গিয়েও অক্ষয় বিশ্বাস তাঁকে উত্ত্যক্ত করতেন ৷

আরও পড়ুন :Allegation of Gang Rape in Malda : কালিয়াচকে অষ্টম শ্রেণির পড়ুুয়াকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2

কয়েক মাস আগে ওই ব্যক্তি শিক্ষিকার বাড়িতে গিয়ে তাঁর শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ । সেইসময় গাইঘাটা থানায় অক্ষয় কুমার বিশ্বাসের নামে অভিযোগ দায়ের করেছিলেন তিনি ৷ গাইঘাটা থানার পুলিশ জানিয়েছে, আদালতের কাছে শ্লীলতাহানির মামলায় বনগাঁর ওই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করতে চেয়ে আবেদন করা হয় । কোর্টের নির্দেশ পেতেই পাকড়াও করা হয় অভিযুক্তকে ৷

যদিও অভিযুক্তের দাবি, তাঁর সঙ্গে ওই শিক্ষিকার সঙ্গে মানসিক ও শারীরিক সম্পর্ক ছিল । এখন শিক্ষিকা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন । সেই কারণে তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে । বৃহস্পতিবার বনগাঁ থানার পক্ষ থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ।

ABOUT THE AUTHOR

...view details