পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: ধর্ষণের ঘটনায় মুকুন্দপুর এলাকায় লাইট লাগানোর নির্দেশ হাইকোর্টের

ধর্ষণের ঘটনার পর চার সপ্তাহের মধ্যে মুকুন্দপুরে রাস্তায় আলো লাগানোর নির্দেশ হাইকোর্টের (HC Orders to Provide lights in that area for Mukundapur Rape Case) ৷

Calcutta High Court
মুকুন্দপুরে ধর্ষণের ঘটনা

By

Published : Jul 19, 2022, 10:31 PM IST

কলকাতা, 19 জুলাই: মুকুন্দপুর ধর্ষণ কাণ্ডের পর পানপুর গ্রাম পঞ্চায়েতকে আগামী চার সপ্তাহের মধ্যে রাস্তায় আলো লাগানোর নির্দেশ দিল কলকাতার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ (HC Orders to Provide lights in that area for Mukundapur Rape Case)।

পঞ্চায়েতের ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য আবেদন জানালে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে কাজ করতে হবে বিদ্যুৎ সংস্থা এসিডিসিএলকেও। জুনের শুরুতে একটি নাবালিকা মেয়েকে মায়ের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।

চার সপ্তাহের মধ্যে রাস্তায় আলো লাগানোর নির্দেশ হাইকোর্টের

আদালতের তত্ত্বাবধানে তদন্তের আর্জি-সহ ওই এলাকায় রাস্তায় আলো নেই। ল্যাম্পপোস্ট বসানোর আবেদনও জানিয়েছিলেন তিনি। সন্ধ্যায় তার মায়ের সঙ্গে স্থানীয় একটি সোনার দোকানে গিয়েছিল ওই নাবালিকা ৷ ফেরার সময় মা কিছুটা এগিয়ে যায়। সেই সুযোগে মেয়েটিকে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে ধর্ষণ করা হয়।

আরও পড়ুন :বাসুদেবপুর মুকুন্দপুরে নাবালিকা ধর্ষণে জনস্বার্থ মামলা দায়ের

মেয়েটির মা বাড়িতে গিয়ে সব জানলে পরিবারের লোকজন এসে খোঁজ করে ঝোপ থেকে উদ্ধার করে মেয়েটিকে। সেই সময় মেয়েটির কাকার হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরিবারের লোক থানায় অভিযোগ করলে তারপরই পুলিশ দু'জনকে গ্রেফতার করে। অভিযুক্ত দুজনের নাম আলম মণ্ডল ও আরাফত মণ্ডল।

ABOUT THE AUTHOR

...view details