পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Baguiati Double Murder Case: বাগুইআটি কাণ্ডে দেহ উদ্ধারের 14 দিন পর ঘটনাস্থলে ফরেনসিক দল - 2 dead bodies recovered in baguiati case

অপহৃত দুই ছাত্রকে খুন করার প্রায় দু'সপ্তাহ পর দেহ উদ্ধারের ঘটনাস্থল ঘিরল হাড়োয়া থানার পুলিশ(Baguiati Double Murder Case)৷ তবে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের পরেও ঘটনাস্থল ঘিরতে কেন এতটা সময় লাগল পুলিশের ? উঠছে প্রশ্ন ৷

Etv Bharat
বাগুইআটি কাণ্ডে দেহ উদ্ধারের 14দিন পর ঘটনাস্থল ঘিরল হাড়োয়া থানা

By

Published : Sep 8, 2022, 9:21 PM IST

Updated : Sep 8, 2022, 9:40 PM IST

বসিরহাট, 8 সেপ্টেম্বর: বাগুইআটি জোড়া খুন কাণ্ডে অবশেষে ঘটনার 2 সপ্তাহ পর ঘুম ভাঙল হাড়োয়া থানার । অপহৃত দুই স্কুল পড়ুয়ার মৃতদেহ মেলার 15 দিনের মাথায় হাড়োয়ার কুলটি এলাকায় গিয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল ঘিরল সংশ্লিষ্ট থানার পুলিশের আধিকারিকরা(haroa police cordoned off the place where 2 dead bodies recovered in baguiati case)। এদিন ঘটনাস্থলে আসে সিআইডি-র বারো জনের তদন্তকারী দল। সেখানে এসে নমুনা সংগ্রহ করেন তারা। দলে ছিলেন ফরেনসিক সদস্যরাও। ঘটনাস্থলের মাটি, জল-সহ বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা ।

কুলটি এলাকার একটি নয়ানজুলি থেকে গত 25 অগস্ট বাগুইআটির অপহৃত ছাত্র অতনু দে(15)-র নিথর দেহ উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ । তার দু'দিন আগে অর্থাৎ 23 অগস্ট অপহৃত অপর এক স্কুল পড়ুয়া অভিষেক নস্কর(16)-এর দেহ মিলেছিল ন‍্যাজাট থানা এলাকা থেকে ।

পরবর্তী সময়ে উদ্ধার হওয়া দেহ দুটির জায়গা হয় বসিরহাট জেলা হাসপাতালের মর্গে(Baguiati Double Murder Incident)। সেখানে ময়নাতদন্ত ছাড়াই প্রায় 13 দিন ধরে বেওয়ারিশ লাশ হিসেবে পড়েছিল অপহৃত ওই দুই ছাত্রের নিথর দেহ ।

দেহ উদ্ধারের পর শনাক্তকরণে দেরি হওয়া নিয়ে বসিরহাট জেলা পুলিশ ও বিধাননগর পুলিশ কমিশনারেটের সমন্বয়ের অভাবের বিষয়টিও দেখা গিয়েছে(Haroa Police Station on Baguiati double murder)। এছাড়াও প্রশ্ন উঠছে অপহৃত দুই ছাত্র অতনু এবং ভাস্করের দেহ মেলার পরও কেন পুলিশ ভিন্ন দুটি ঘটনাস্থল ঘিরে না দিয়ে উন্মুক্ত করে রাখল ? এতে যে তথ্য প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা রয়েছে তা কি পুলিশ জানত না ? নাকি ঘটনার গুরুত্ব না দিয়ে শুধু দেহ উদ্ধারের প্রক্রিয়া সেরেই বিষয়টির দায় ঝেড়ে ফেলতে চেয়েছিল বসিরহাট জেলা পুলিশ ? এমনই সব প্রশ্ন উঠে আসছে ।

বাগুইআটি কাণ্ডে দেহ উদ্ধারের 14 দিন পর ঘটনাস্থলে ফরেনসিক দল

আরও পড়ুন :বাগুইআটির জোড়া খুনে অভিযুক্তের বিহার-যোগের তথ্য মিলল সিআইডি তদন্তে

সবচেয়ে বড় বিষয়, খুনের পর আততায়ীরা দুই ছাত্রের দেহ লোপাট করতে মৃতদেহে ভারী জাতীয় বস্তু বেঁধে দিয়েছিল ৷ যাতে সহজেই অপহৃত দুই ছাত্রের নিথর দেহ নয়ানজুলিতে ডুবে যেতে পারে । কিন্তু কোনওভাবে দেহ দুটি ভেসে ওঠে সেখানে । দেহ উদ্ধারের পর এই বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা । ফলে, দেহ দুটি দেখে স্বাভাবিক মৃত্যু নয় তা জানার পরও কেন বসিরহাট জেলা পুলিশের তরফে খুনের মামলা রুজু করা হল না ? কেনই বা দেহ দুটির ময়নাতদন্ত না করেই বসিরহাট জেলা হাসপাতালের মর্গে ফেলে রাখা হল ? পুলিশের সেই ভূমিকাও এখন আতস কাঁচের নিচে । সবমিলিয়ে, বাগুইআটির জোড়া খুন কাণ্ডে প্রতি পদে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

এদিকে, বাগুইআটির জোড়া খুন কাণ্ডে সিআইডির নজরে বাসন্তী হাইওয়ে । কোন সময়ে কোন পথ দিয়ে আততায়ীরা সেই হাইওয়ে ধরে গিয়েছিল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন সিআইডির তদন্তকারীরা । বৃহস্পতিবার সিআইডির একটি টিম হাড়োয়া থানায় গিয়ে এই বিষয়ে কথা বলেন সেখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে । সূত্রের খবর, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন তাঁরা । তদন্তের বিষয়টি নিয়ে ন‍্যাজাট থানা এবং ঘটনাস্থলেও যাওয়ার কথা রয়েছে সিআইডির আধিকারিকদের ।

আরও পড়ুন :বাগুইআটি কাণ্ডে ব্যবহৃত গাড়িতে মিলল 7টি আঙুলের ছাপ

Last Updated : Sep 8, 2022, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details