দত্তপুকুর (উত্তর 24 পরগনা), 5 সেপ্টেম্বর : দত্তপুকুরে ভ্যাকসিন সেন্টারে ঢুকে দাদাগিরি ও স্বাস্থ্য কর্মীদের হেনস্থার অভিযোগে গ্রেফতার স্থানীয় তৃণমূল নেতা রাজু দত্ত ৷ সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মীদের হেনস্থা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে । গত শুক্রবার দত্তপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মহিলা এবং 12 বছরের কম বয়সী বাচ্চা রয়েছে এমন মহিলাদের ভ্যাকসিনেশন চলছিল ৷ অভিযোগ সেই সময় রাজু দত্ত ও তার লোকজন স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়ে ৷ সেখানে নিজের লোকজনদের ভ্যাকসিন দেওয়ানোর জন্য স্বাস্থ্যকর্মীদের চাপ দেয় সে ৷
জানা গিয়েছে, তৃণমূলের যুব নেতা হওয়ার পাশাপাশি, রাজু দত্ত দত্তপুকুর 2নং গ্রামপঞ্চায়েত প্রধানের স্বামী ৷ অভিযোগ উঠেছে ওইদিন স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে নিজের তৈরি একটি তালিকা স্বাস্থ্যকর্মীদের হাতে ধরিয়ে দেয় রাজু দত্ত ৷ এর পর তাঁদের রীতিমত শাসানি দিয়ে বলা হয়, ওই তালিকা অনুযায়ী আগে ভ্যাকসিন দিতে হবে ৷ স্বাস্থ্যকর্মীরা এর প্রতিবাদ করলে, তাঁদের পাল্টা হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ যার পরেই নিরাপত্তার অভাবের অভিযোগে ভ্যাকসিনেশন বন্ধ করে দেন স্বাস্থ্যকর্মীরা ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, তড়িঘড়ি পুলিশ সেখানে পৌঁছায় ৷ পুলিশের হস্তক্ষেপে পুনরায় ভ্যাকসিনেশন শুরু হয় ৷
আরও পড়ুন :Corona in India : আজও 42 হাজারের ঘরে দৈনিক সংক্রমণ
কিন্তু, অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার না করায় রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বাস্থ্যকর্মীরা ৷ তাঁরা ভ্যাকসিনেশন পর্ব শেষ করে সোজা ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে যান ৷ সেখানে গিয়ে গোটা ঘটনা লিখিত আকারে অভিযোগ করার পর, তার একটি কপি দত্তপুকুর থানায় দেওয়া হয় ৷ এর পরেই পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন ৷ রাতেই দত্তপুকুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূলের যুব নেতা রাজু দত্তকে ৷