দেগঙ্গা, 13 সেপ্টেম্বর : তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যর ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে । ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় । মৃতার নাম পম্পা দত্ত (32) । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে । পরে, ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে ।
মৃত ওই তৃণমূল নেত্রীর বাড়ি দেগঙ্গা এক নম্বর পঞ্চায়েতের আমিনপুরে । তাঁর স্বামী টুটুল দত্ত জলসম্পদ বিভাগে কর্মরত । মেয়ে তিতলি এবছর মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করেছে । সে দেগঙ্গারই একটি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে । মেয়ের স্কুলের ইউনিফর্ম কেনা নিয়ে দম্পতির মধ্যে আলোচনা হয় এদিন সকালে । এরপর মেয়েকে সঙ্গে নিয়ে ইউনিফর্ম কিনতে বাড়ি থেকে বেরিয়ে যান টুটুল । বাড়িতে একাই ছিলেন পম্পা । দেগঙ্গা বাজারের একটি দোকানে ইউনিফর্ম কিনে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসেন মেয়ে ও বাবা । লক্ষ্য করেন, পম্পার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ । অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় দু'জনের । জানালা দিয়ে উঁকি মারতেই দেখেন, পম্পা ঘরের সিলিং ফ্যানে কাপড় দিয়ে ঝুলছেন । শুরু হয় চিৎকার-চেঁচামেচি । চিৎকার শুনে সেখানে আসেন প্রতিবেশীরা । খবর যায় দেগঙ্গা থানায় । পুলিশ দ্রুত ঘটনাস্থানে এসে দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত দেহ নিচে নামায় । সঙ্গে সঙ্গে ওই তৃণমূল নেত্রীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন :TMC Inner Clash : তৃণমূলের শিক্ষক সংগঠনের অনুষ্ঠান ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব, স্বীকার সৌগতর
জানা গিয়েছে, 2008 সাল থেকে টানা পাঁচ বছর দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি পদে ছিলেন পম্পা দত্ত । বর্তমানে ওই পঞ্চায়েত সমিতির সদস্য তিনি । দক্ষ সংগঠক হিসেবে বরাবর এলাকায় পরিচিত ওই তৃণমূল নেত্রী । সকলের সঙ্গেই মিশতে পারতেন তিনি । আপদ বিপদে মানুষের পাশে দাঁড়াতেন । সেই কারণে এলাকাবাসী থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব সকলেরই প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন ৷ স্থানীয় বাসিন্দারা বুঝে উঠতে পারছেন না, কেন তিনি এমন পরিণতির পথ বেছে নিলেন ।
খবর পেয়ে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা । আসেন স্থানীয় বিধায়ক রহিমা মণ্ডল, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ সহ তৃণমূলের আরও অনেকে । প্রত্যেকেই সমবেদনা জানান নিহতের পরিবারকে ।