বারাসত, 6 জুন: লকডাউন শিথিল হওয়ার পরও জিম,যোগব্যায়াম,ক্যারাটের মতো প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়নি সরকার । যা নিয়ে মালিক, ট্রেনার সহ ওইসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ৷ এই অবস্থায় প্রতিষ্ঠান খোলার দাবিতে সরব হলেন জিম,যোগব্যায়ামও ক্যারাটের সঙ্গে যুক্ত মানুষেরা । রীতিমতো প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আন্দোলনও করলেন তারা । শনিবার বারাসতের কলোনি মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় ডাকবাংলো মোড়ে । পরে সংবাদমাধ্যম মারফত জিম, যোগব্যায়াম,ক্যারাটের মতো প্রতিষ্ঠান খোলার অনুমতি দিতে সরকারি হস্তক্ষেপের আর্জি জানান আন্দোলনকারীরা ।
লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ জিম, যোগব্যায়াম ও ক্যারাটের মতো শরীর চর্চার প্রতিষ্ঠান । ফলে রুটি-রুজিতে টান পড়েছে এই পেশার সঙ্গে যুক্ত মানুষজনের । এরই মধ্যে দীর্ঘ লকডাউন কাটিয়ে রাজ্যের অধিকাংশ পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে । ইতিমধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও ধীরে ধীরে সচল হতে শুরু করেছে । সরকারের তরফে বিভিন্ন রেস্তরাঁ, সেলুন, বিউটি পার্লার সহ একাধিক প্রতিষ্ঠান খোলার অনুমতিও দেওয়া হয়েছে । যদিও এই তালিকা থেকে বাদ জিম,যোগব্যায়াম,ক্যারাটে ও সুইমিং পুলের মতো শরীর চর্চার প্রতিষ্ঠানগুলি । যা নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষজনের । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরচর্চার প্রয়োজন রয়েছে ৷ তা সত্ত্বেও শরীর চর্চার প্রতিষ্ঠানগুলিকে খোলার অনুমতি কেন দেওয়া হল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই পেশার সঙ্গে যুক্ত মানুষজন ।