বনগাঁ, 3 জুলাই: ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের জন্য মিউজিয়াম তৈরি করার দেওয়ার কথা আগেই বলেছিল কেন্দ্র ৷ যেখানে মতুয়া ধর্মের বিভিন্ন ঐতিহ্য এবং মতুয়া ধর্মের গুরুত্বের ব্যবহৃত আসবাব সংগ্রহ করে রাখা হবে ৷ শনিবার বাংলাদেশের ওড়াকান্দি থেকে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত শতাব্দীপ্রাচীন পালঙ্ক এসে পৌঁছল ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে(Guruchand Thakurs couch comes from Bangladesh to Thakurnagar)। যা দেখে উচ্ছ্বসিত মতুয়া ভক্তরা । পালঙ্ক আসার খবর পেয়ে শনিবার দুপুর থেকে পেট্রাপোল সীমান্তে ডঙ্কা-কাশি নিয়ে দলে-দলে মতুয়া ভক্তরা ভিড় করতে থাকেন ।
এদিন দুপুর নাগাদ পালঙ্ক গ্রহণ করতে পেট্রাপোল সীমান্ত পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া-সহ ঠাকুরবাড়ির সদস্যরা। তাঁদের হাতে ওড়াকান্দির ঠাকুরপরিবারের সদস্যরা পেট্রাপোল নোমাসল্যান্ডে পালঙ্ক তুলে দেয় । সেখান থেকে গাড়ি করে ডঙ্কা-কাশি বাজিয়ে পালঙ্ক নিয়ে আসা হয় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ।
আরও পড়ুন :'ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শন সৌভাগ্যের', মতুয়া ধর্ম মহামেলায় ভাষণের আগে টুইট মোদির