পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল - bijpur police station

উত্তর 24 পরগনা জেলার বীজপুর থানার অন্তর্গত হালিশহর 8 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লি এলাকা ৷ এলাকার এক সক্রিয় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরূদ্ধে ৷ ঘটনার তদন্তে নেমেছে বীজপুর থানার পুলিশ ৷

এই বাড়িতেই হামলা চালায় তৃণমূল
এই বাড়িতেই হামলা চালায় তৃণমূল

By

Published : Jan 27, 2021, 3:15 PM IST

উত্তর 24 পরগনা, 27 জানুয়ারি: গভীর রাতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরূদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বীজপুর থানার হালিশহর 8 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকায় ৷ বিষয়টি ফোন করে থানায় জানান বিজেপি কর্মী অরিন্দম দে ৷

সক্রিয় বিজেপি কর্মী অরিন্দম দে'র অভিযোগ, "রাত প্রায় 10 টা নাগাদ তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতি আমার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় ৷ প্রথমে দু-রাউন্ড ৷ পরে গভীর রাতে আরও তিন রাউন্ড ৷ মোট পাঁচ রাউন্ড গুলি চলে ৷ গুলির খোল, কার্তুজ সবই পুলিশকে দিয়েছি ৷ পুলিশ তদন্তে সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ "

গুলির খোল

আরও পড়ুন:টিটাগড়ে ব্যবসায়ীকে গুলি করে খুন

ঘটনাস্থানে আসে বীজপুর থানার পুলিশ ৷ পুলিশের দাবি, ঘটনায় কে বা কারা জড়িত তা স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

অরিন্দম দে এর বক্তব্য

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি সম্পাদক দিব্যেন্দু সরকারের পাল্টা অভিযোগ, "এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ ভোটের আগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ৷ "

ABOUT THE AUTHOR

...view details