ঠাকুরনগর, 16 জুন : আজ থেকে উত্তর 24 পরগনায় প্রধানমন্ত্রীর গৃহ সম্পর্ক অভিযান শুরু । BJP কর্মী-সমর্থকদের নিয়ে কাজ শুরু করেন বনগাঁর লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর । চিকনপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে গৃহকর্তার হাতে প্রধানমন্ত্রীর একটি চিঠি তুলে দেন । পাশাপাশি কোরোনা নিয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন । মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন ।
শান্তনু ঠাকুরকে লকডাউন ও আমফানের পরবর্তী সময়ের সমস্যার কথা জানান স্থানীয়রা । স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।
অন্য দিকে বাগদার BJP বিধায়ক দুলাল বরও নিজের গ্রামে গৃহ সম্পর্ক অভিযান শুরু করেন । বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছে দেন । প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্বন্ধে সাধারণ মানুষকে জানান ।
সাংসদ শান্তনু ঠাকুর বলেন, “গৃহসম্পর্ক অভিযান একটা জনসংযোগ । কোরোনা পরিস্থিতিতে মানুষ কীভাবে আছেন, তাঁদের অভাব-অভিযোগ শোনার জন্য এই কর্মসূচি । সঙ্গে আমফান পরবর্তী মানুষ কেমন অবস্থায় রয়েছেন, সেটা জানতেই আমরা আজ গৃহসম্পর্ক অভিযানে নেমেছি । আসলে কোরোনা ও আমফান মোকাবিলায় রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ । আমরা সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাব ।”