বারাসত, 12 জুন : রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ইন্সপেক্টর প্রয়াত অগ্নি মিত্রের পরিবারের সঙ্গে সস্ত্রীক দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor visits late police inspector Agni Mitra house)। রবিবার বারাসতের হৃদয়পুরে নিহত পুলিশকর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান রাজ্যের সাংবিধানিক প্রধান । এদিন প্রয়াত অগ্নি মিত্রের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলেন জগদীপ ধনকড় । রাজ্যপালের ঝটিকা সফর উপলক্ষে এদিন নিহতের বাড়ি সংলগ্ন এলাকা কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে । রাজ্যপালকে একঝলক দেখতে এদিন উৎসুক জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো ।
প্রয়াত পুলিশকর্মীর বাড়ি থেকে বেরিয়ে এদিন রাজনৈতিক কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। শুধু বলেন, "প্রয়াত অগ্নি মিত্রের বাড়িতে এসে তাঁর পরিবারকে সমবেদনা জানালাম । তাঁর স্ত্রী এবং দুই কন্যার সঙ্গে কথা বলেছি । শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছি ।" রাজ্যপাল আরও বলেন, "প্রয়াত অগ্নি মিত্র পুলিশের একজন দক্ষ অফিসার ছিলেন । নিজের কর্তব্যে অবিচল ছিলেন তিনি । তাঁর প্রয়াণে আমি মর্মাহত ।" এই কয়েকটি কথা বলার পরই রাজ্যপালের কনভয় রওনা হয়ে যায় কলকাতার উদ্দেশ্যে ।