বারাসত, 16 জুন : রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিল্লি সফরকে কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । তাঁর কথায় রাজ্যপাল পোস্টপোল এবং প্রি-পোল সবসময় দিল্লি সফর করছেন ৷ ধনকড় রাজ্যপালের ভূমিকার থেকে বেশি রাজনৈতিক দলের প্রতিনিধির ভূমিকা বেশি করে পালন করছেন ৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে দিল্লি উড়ে গিয়েছেন জগদীপ ধনকড় ৷ সেখানে গিয়ে বাংলার রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছেন তিনি ৷ যা নিয়ে ইতিমধ্যে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সরব হয়েছে ৷ রাজ্যপালের ভূমিকার সমালোচনাও করা হয়েছে ৷ সেই ইস্যুতেই এবার রাজ্যপালকে নিশানা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷
এ দিন বারাসতে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র হয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন রথীন ঘোষ ৷ সেখানেই রাজ্যপালের দিল্লি সফর নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ যার জবাবে তিনি বলেছেন, রাজ্যপাল নিজের কাজ না করে, রাজনৈতিক দলের প্রতিনিধির ভূমিকা পালন করছেন ৷ এ দিনের অনুষ্ঠানে আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ৷ তিনি রাজ্যপালের ভূমিকার সমালোচনা করেন ৷