বারাসত,25 ফেব্রুয়ারি : বারাসতের অভিজ্ঞতা কলকাতা বা যাদবপুরের মতো হয়নি । আমি ফার্স্ট লেডিকে সেটা জানাব । আজ পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উৎসবে যোগদান করে এই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সমাবর্তন উৎসবের মঞ্চে ভাষণে রাজ্যপাল শিক্ষার আলোচনা করতে গিয়ে দেশ ও রাজ্য রাজনীতির আলোচনাও করলেন । সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসব চৌধুরি ও ইন্ডিয়ান স্ট্যটিসটিকাল ইনস্টিটিউটের ভাটনগর পুরস্কারপ্রাপ্ত সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ।
সমাবর্তন উৎসবে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল প্রথমেই বিশেষ অতিথি সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদির প্রশংসা করেন । তারপর তিনি বেকারত্ব নিয়ে উদ্বেগপ্রকাশ করেন । তিনি রাজ্য প্রসঙ্গে তাঁর দর্শন ও মতানৈক্য নিয়ে বললে একযোগে কাজকেই প্রাধান্য দেওয়ার কথা বলেন । রাজ্যপাল আজ ফের বলেন, "সংস্কৃতির পীঠস্থান এই রাজ্যে হিংসা হয় । এখানে হিংসা হজম করতে কষ্ট হয় ৷" মঞ্চে তাঁর সমাবর্তন উৎসবের ভাষণেই রাজ্যে হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । তবে ছাত্রদের সাত বচন বা সাতটি উপদেশ দেওয়ার ফাঁকে রাজ্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সুখ্যাতি করেন । বলেন,"বারাসতে পশ্চিমবঙ্গে রাজ্য বিশ্ববিদ্যালয়ে আসার আগে সন্দিহান ছিলাম আদৌ বক্তব্য পেশ করতে পারব কি না।" মঞ্চেই জানান, এনিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথাও হয় । এনিয়ে উদ্বিগ্ন ছিলেন। কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও বক্তব্য পেশ করতে বাধা পেতে পারেন বলে মনে করেছিলেন তিনি।