স্বরূপনগর, 13 জুন: মোটরবাইকের চাকার মধ্যে অভিনব কায়দায় সোনা পাচারের ছক বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের গবোর্ডা গ্রামে । অভিযোগ, শুক্রবার রাতে পরেশ রায় নামে স্থানীয় এক যুবক মোটরবাইকের চাকার মধ্যে প্রায় 30টি সোনার বিস্কুট পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। যার ওজন সাড়ে 4 কেজি। বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। পথে BSF-র 153 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের তাকে দেখে সন্দেহ হয়। তাঁরা ওই যুবককে বাইক থামাতে বলেন। জিজ্ঞাসাবাদ করতেই তার উত্তরে অসংগতি মেলে। তখন তার বাইক তল্লাশি শুরু হয়। তারপর মোটরবাইকের চাকা খুলতেই জওয়ানদের চক্ষু চড়কগাছ। বাইকের দুটো চাকার মধ্যে 30টি সোনার বিস্কুট উদ্ধার হয়।
ভারত-বাংলাদেশে সীমান্তে বাইকের চাকায় সোনা পাচার, গ্রেপ্তার 1 - স্বরূপনগরে সোনা পাচার
উত্তর 24 পরগনার স্বরূপনগরে মোটরবাইকের চাকার মধ্যে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার 1। ধৃতের কাছ থেকে উদ্ধার সাড়ে চার কেজি সোনা।
পাশাপাশি ওই যুবকের কাছ থেকে মালয়েশিয়া মুদ্রার 1000 টাকা ও ভারতীয় মুদ্রার 1000 টাকা উদ্ধার করেছে BSF। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরেশের সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচারের যোগাযোগ রয়েছে। সীমান্তরক্ষী বাহিনী মোটরবাইকটি বাজেয়াপ্ত করেছে। শনিবার ওই যুবককে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। ধৃত সোনা পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাকে পাঁচ দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে। ওই যুবককে জেরা করে পুলিশ সোনা পাচার চক্রের অন্যদের ধরার তোড়জোড় শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরেশের বিরুদ্ধে আগেও সোনা পাচারের অভিযোগ ছিল। তার বাড়িতে পাচার চক্রের অন্যদের যাতায়াতও রয়েছে।