কলকাতা, 18 এপ্রিল:বিএসএফের তৎপরতায় উদ্ধার হল 58 লক্ষ টাকার সোনার বিস্কুট ৷ সোমবার রাতে উত্তর 24 পরগনা ও নদিয়া সীমান্ত এলাকা থেকে 5টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। আটক করা হয়েছে অভিযুক্তদের ৷ উদ্ধার হওয়া সোনা শুল্ক অধিদফতর, তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে ৷ অন্যদিকে, নদিয়া থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি শুল্ক দফতর তেহট্টে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ সূত্রের দাবি, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে বর্ডার ফাঁড়ি ডোবিলা ৷ সেখান থেকই 153 ব্যাটালিয়নের জওয়ানরা চোরাকারবারিদের পরিকল্পনা বানচাল করে 5টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করেছে । চোরা চালানকারীরা এই বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল ।
এই প্রসঙ্গেই ধৃত পাচারকারী দেবাশীস দেবনাথ বলেন, "15দিন আগে তাঁর মোবাইলে হোয়াটসঅ্যাপে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা গগন মণ্ডল নামে এক বাংলাদেশি ব্যক্তি ফোন করেন ৷ তাঁকে 5টি সোনার বিস্কুট দেবে বলে জানান ৷ এর পরে ওই বিস্কুটগুলো সায়েস্তা নগরের নয়ন নামে এক ব্যক্তির হাতে তুলে দিতে হবে । এই কাজের জন্য সে 2000 টাকা পাবেন ।" সেই মতোই সোমবার রাতে বাইকে করে সোনার বিস্কুট নিয়ে আসছিল ওই ব্যক্তি ৷ কিন্তু বিএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে । উদ্ধার হওয়া সোনার ওজন 581.27 গ্রাম এবং যার মোট মূল্য 36 লক্ষ 31 হাজার 568 হাজার টাকা।