বনগাঁ, 6 ডিসেম্বর: সীমন্তরক্ষা অভিযানে ফের সাফল্য বিএসএফের । লক্ষাধিক টাকার সোনার বিস্কুট-সহ এক মহিলা পাচারকারীকে আটক করল বিএসএফ। জানা গিয়েছে, ওই মহিলার নাম আকলিমা সর্দার । তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা । সোমবার তাঁকে উত্তর 24 পরগনার জয়ন্তীপুর সীমান্ত থেকে আটক করেছে বিএসএফ-এর 158 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা । অভিযুক্তের কাছ থেকে 15 টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে । যার বাজারমূল্য আনুমানিক 95 লক্ষ টাকা (BSF Recover Huge Quantity of Gold Biscuit) ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে পেট্রাপোল থানার জয়ান্তীপুর সীমান্তে বাংলাদেশের দিক থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন আকলিমা ৷ ঘটনাটি টহলরত বিএসএফ জওয়ানদের চোখে পড়ে ৷ ওই মহিলার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা । এরপর তল্লাশি করে অভিযুক্তের কাছ থেকে 15টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। জেরায় ধৃত আকলিমা স্বীকার করেছে, তাঁকে বাংলাদেশের বেনাপোলের এক পাচারকারী সোনার বিস্কুটগুলি দিয়েছিল । সেগুলি পেট্রাপোলের এক ব্যাক্তিকে হস্তান্তর করার কথা ছিল । যার বিনিময়ে মহিলাকে দু'হাজার টাকা দেওয়ার কথা হয়েছিল।