পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Bar Recovered At Gaighata: গাইঘাটায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার বিএসএফের - প্রায় আড়াইকোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল প্রায় আড়াইকোটি টাকা মূল্যের সোনার বিস্কুট (Gold Bar Recovered At Gaighata) ৷ গামছার ভিতর করে নিয়ে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল এক ব্যক্তি। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা এই ব্যক্তিকে দাঁড়াতে বললে গামছা ফেলেই পালিয়ে যায় সে ৷

Gold Bar Recovered At Gaighata
প্রায় আড়াইকোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ

By

Published : Mar 17, 2022, 7:09 PM IST

গাইঘাটা, 17 মার্চ:বাংলাদেশ থেকে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের ঘটনা নতুন নয় ৷ এবার ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল সোনার বিস্কুট (Gold Bar Recovered At Gaighata) ৷ গামছার পোটলা হাতে নিয়ে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল এক ব্যক্তি। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা এই ব্যক্তিকে দাঁড়াতে বললে গামছা ফেলেই পালিয়ে যায় সে ৷ গামছার পোটলা খুলতেই জওয়ানরা দেখেন, তার মধ্যে সাজানো রয়েছে অনেকগুলি সোনার বিস্কুট।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ডোবরাপাড়া সীমান্তে। বিএসএফের তরফে জানানো হয়েছে, গামছার ভিতর থেকে 40টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷ যার ওজন প্রায় 5 কেজির মত। যার ভারতীয় বাজারমূল্য আনুমানিক প্রায় 2 কোটি 50 লক্ষ টাকা।

আরও পড়ুন: ব্যারাকপুরে আরও খুন হওয়ার আশঙ্কা প্রকাশ মদন মিত্রের

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ডোবরাপাড়া এলাকায় 158 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা টহল দিচ্ছিল সীমান্তে। সেই সময় চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখে দাঁড়াতে বলা হয়। তখনই সেই ব্যক্তি থলে রেখে পালিয়ে যায়। তার ভিতর থেকেই উদ্ধার হয় সোনার বিস্কুটগুলি। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি এদিন দুপুরে পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দেন বিএসএফের আধিকারিকরা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details