গাইঘাটা, 17 মার্চ:বাংলাদেশ থেকে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের ঘটনা নতুন নয় ৷ এবার ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল সোনার বিস্কুট (Gold Bar Recovered At Gaighata) ৷ গামছার পোটলা হাতে নিয়ে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল এক ব্যক্তি। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা এই ব্যক্তিকে দাঁড়াতে বললে গামছা ফেলেই পালিয়ে যায় সে ৷ গামছার পোটলা খুলতেই জওয়ানরা দেখেন, তার মধ্যে সাজানো রয়েছে অনেকগুলি সোনার বিস্কুট।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ডোবরাপাড়া সীমান্তে। বিএসএফের তরফে জানানো হয়েছে, গামছার ভিতর থেকে 40টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷ যার ওজন প্রায় 5 কেজির মত। যার ভারতীয় বাজারমূল্য আনুমানিক প্রায় 2 কোটি 50 লক্ষ টাকা।