দেগঙ্গা (উত্তর 24 পরগনা), 7 জানুয়ারি: দেগঙ্গার চাকলায় পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (go back slogan aiming Dilip Ghosh)। শনিবার গাড়ি ঘিরে চলে 'গো-ব্যাক' এবং 'জয় বাংলা' স্লোগান । যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই স্থানীয় থানার পুলিশ এসে তৎপরতার সঙ্গে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় মন্দির চত্বর থেকে (North 24 pargana News) । বিক্ষোভকারীদের হাতে কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না ৷ তবে ঘটনায় তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের ।
দত্তপুকুর, হাবড়ার দলীয় কর্মসূচি শেষ করে শনিবার সন্ধ্যায় দেগঙ্গার চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । সঙ্গে ছিলেন দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র-সহ অন্যান্যরা । মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরনোর পর দিলীপ ঘোষের গাড়ি ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূলের লোকজন । অভিযোগ, বিক্ষোভ দেখানোর সময় দিলীপ ঘোষের গাড়ির একেবারে সামনে চলে আসেন তাঁরা । যদিও, পুলিশ তৎপর থাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি । পরে পুলিশ দাঁড়িয়ে থেকে দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতাদের গাড়ি সুষ্ঠুভাবে বের করে দেয় মন্দির চত্বর থেকে । শাসকদলের দাবি, "এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ।"