অশোকনগর, 8 ডিসেম্বর : বাড়ির অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা । ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগরের এক নম্বর গোডাউন এলাকার ৷ জখম যুবতির নাম বর্ণালী মজুমদার (21) ৷ আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে কলকাতার আর জি কর হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ।
অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা - RG Kar
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'মাস আগে বর্ণালি বাড়ির অমতে কানু হালদার (26) নামে এক যুবককে বিয়ে করেন । বর্ণালীর শ্বাশুড়ি সরস্বতী হালদারের অভিযোগ, আজ সকালে বর্ণালীর বাবা দুলাল মজুমদার হাজির হন মেয়ের শ্বশুরবাড়িতে । বাড়িতে ঢুকে তিনি চড়াও হন মেয়ের উপর । দা দিয়ে কোপাতে থাকেন মেয়েকে ৷ সরস্বতীদেবী বাধা দিতে গেলে দুলাল তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় । রক্তাক্ত বর্ণালী মেঝেতে লুটিয়ে পড়েন । চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । তখন দুলাল সেখান থেকে পালিয়ে যান ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'মাস আগে বর্ণালি বাড়ির অমতে কানু হালদার (26) নামে এক যুবককে বিয়ে করেন । বর্ণালীর শ্বাশুড়ি সরস্বতী হালদারের অভিযোগ, আজ সকালে বর্ণালীর বাবা দুলাল মজুমদার হাজির হন মেয়ের শ্বশুরবাড়িতে । বাড়িতে ঢুকে তিনি চড়াও হন মেয়ের উপর । দা দিয়ে কোপাতে থাকেন মেয়েকে ৷ সরস্বতীদেবী বাধা দিতে গেলে দুলাল তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় । রক্তাক্ত বর্ণালী মেঝেতে লুটিয়ে পড়েন । চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । তখন দুলাল সেখান থেকে পালিয়ে যান ।
গুরুতর জখম বর্ণালীকে অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত কলকাতায় স্থানান্তরিত করা হয় । বর্তমানে আর জি কর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । সরস্বতী বলেন, "আমার ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছে বলে দুলালের রাগ । আজ আমাদের বাড়িতে ঢুকে বউমাকে ডাকে । বউমা আমার পিছনে লুকিয়েছিল । আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেয়েকে কোপায় ।" বর্ণালীর স্বামী কানু হালদার অশোকনগর থানায় দুলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ ৷